এসএসসি পরীক্ষার রোটিন ২০২০- 2020 SSC Routine pdf
2020 SSC routine |
SSC exam routine 2020 Pubsish হয়েছে! ২০২০ সালের SSC পরীক্ষার সময়সূচি প্রায় আট মাস আগে প্রকাশ করল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আগামী বছরের ১লা february তারিখে শুরু হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/SSC exam 2020। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক Education board অনুমোদন দিয়ে তাঁদের website প্রকাশ করেছে এই সময়সূচি। তবে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ সময়সূচিতে যেকোন সময় পরিবর্তন আনতে পারবে। উল্লেখ্য যে, এবছর এসএসসি পরীক্ষার সময়সূচির সাথে একইসাথে প্রকাশ করেছে JSC routine 2020।
২০২০ সালের এসএসসি পরীক্ষার রোটিন
আপনি কি আগামী বছরের এসএসসি (SSC) পরীক্ষার্থী? এসএসসি রুটিন ২০২০ / SSC routine 2020 খুঁজছেন? AjkerFact আজকের পোস্টে থাকছে এসএসসি পরীক্ষার রুটিন / SSC routine ডাউনলোডের সুযোগ। আগামী বছরে অনুষ্ঠিতব্য এই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) পরীক্ষার সময়সূচি বিস্তারিত জানতে সম্পূর্ণ post পড়ুন। বিভিন্ন ফরম্যাটে SSC routine ডাউনলোডের সুবিধাও থাকছে এই পোস্টে।
2020 SSC routine পরীক্ষার সূচি অনুমোদন করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী 1 st february থেকে শুরু হয়ে 22 February পর্যন্ত চলবে ২০২০ খ্রিষ্টাব্দের এ SSC Exam। আর ২৩ থেকে ২৯ ফেব্রুয়ারির মধ্যে SSC Practical পরীক্ষা গ্রহণ করতে হবে।
আজ বুধবার (3 July) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। উল্লেখ্য, গত 19 june SSC পরীক্ষার সূচির অনুমোদন চেয়েছিল আন্তঃশিক্ষা বোর্ড সাব কমিটি।
এক নজরে 2020 SSC পরীক্ষার Routine:
- SSC লিখিত পরীক্ষা শুরুর তারিখ: 1st February 2020 (শনিবার)
- SSC লিখিত পরীক্ষা শেষের তারিখ: 22 February 2020 (শনিবার)
- SSC পরীক্ষার টাইম: সকাল 10 টা থেকে দুপুর 1 টা
- SSC পরীক্ষার ব্যাপ্তিকাল: 3 hour
- SSC ব্যবহারিক পরীক্ষার সময়: 23 February থেকে ২৯ February, ২০২০
SSC routine Download করবেন যেভাবে
আপনি কি এসএসসি রোটিন Download করতে চান? আপনাদের সুবিধার্থে sheare করছি পরীক্ষার পূর্ণাঙ্গ রোটিন Download লিংক। ইমেজ ফাইল, Pdf file দুই ফরম্যাটেই download করে রাখতে পারেন রুটিনটি।
2020 SSC routine
SSC practicle Routine 2020
এসএসসি routine 2020 যেসব শিক্ষা বোর্ডের জন্য নিচে দেওয়া হলো :
- Dhaka Board
- Rajshahi Board
- Comilla Board
- Jessore Board
- Chittagong Board
- Barisal Board
- Sylhet Board
- Dinajpur Board
- Mymensingh Board
এসএসসি (SSC) স্টুডেন্টদের জন্য গুরুত্বপূর্ণ কিছু নিয়ম:
- এসএসসি পরীক্ষা শুরুর 30 minute আগে পরীক্ষার্থীকে অবশ্যই নির্দিষ্ট কক্ষে আসন গ্রহণ করতে হবে।
- প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ীই এসএসসি (SSC) পরীক্ষা শুরু এবং SSC পরীক্ষা শেষ হবে।
- SSC (এসএসসি) পরীক্ষার প্রথম অংশে বহুনির্বাচনি/MCQ পরীক্ষা এবং তারপর সৃজনশীল পরীক্ষা হবে। তবে এসএসসি পরীক্ষার মাঝে বিরতি থাকবেনা।
- SSC পরীক্ষা প্রতিষ্ঠান হেডমাস্টারের কাছে থেকে পরীক্ষা শুরুর কমপক্ষে ৩দিন আগে প্রবেশপত্র collect করতে হবে।
- উত্তরপত্রের OMR শীটে নির্দিষ্ট স্থানে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর সহ প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। OMR শীট কোনভাবেই ভাঁজ করা যাবেনা।
- SSC পরীক্ষা সৃজনশীল এবং ব্যবহারীক, এমসিকিউ পরীক্ষায় আলাদা আলাদাভাবে Pass করতে হবে।
- SSC পরীক্ষার্থীগণ প্রয়োজনে শুধুমাত্র সাধারন সায়েন্টিফিক Calculator ব্যবহার করতে পারবে।
- কেন্দ্র সচিব ব্যতীত অন্য কেউ SSC পরীক্ষা কেন্দ্রে Mobile phone ব্যবহার করতে পারবে না।
এসএসসি পরীক্ষার্থীগণ, আপনারা প্রস্তত তো? এসএসসি রুটিন তো হাতে পাওয়া গেল। এখন সময়, যথাযথ Preparation নেয়ার। সকল এসএসসি পরীক্ষার্থীর জন্য AjkerFact পক্ষ থেকে রইল শুভ কামনা…