ফোনের ব্যাটারি ভালো রাখার উপায়। Battery valo rakhar upay
মোবাইলের ব্যাটারি ভালো রাখার উপায় |
ফোনের ব্যাটারি: মোবাইলের অতি গুরুত্বপূর্ণ একটি অংশ হলো ব্যাটারি। ব্যাটারিতে যদি চার্জ না ঠিকে থাকে তবে ফোনের ব্যাটারি সঠিকভাবে চার্জ করা না হয়ে থাকে তাহলে কম সময়ে সেই মোবাইলের ব্যাটারি নষ্ট হয়ে যেতে পারে। প্রতিটি মোবাইল ব্যাটারির একটি নির্দিষ্ট সময় মেয়াদ থাকে। মোবাইল ব্যবহারের উপর ব্যাটারির জীবনকাল অনেকাংশ নির্ভর করে। অনেকেই জানেন না কখন, কিভাবে ফোনটি চার্জ দিতে হবে। তাছাড়াও কোন চার্জার দিয়ে চার্জ দেয়া উচিত বা উচিত নয় তাও জানেনা অনেক মোবাইল ব্যবহারকরী।
মোবাইল ব্যবহারকারীদের মাঝে একটি অতি সাধারণ অভিযোগ হচ্ছে মোবাইলের চার্জ তাড়াতাড়ি ফুরিয়ে যাচ্ছে। সাধারণত ফোনের অন্যান্য অংশের চেয়ে ব্যাটারিই কার্যকারীতা তুলনামূলক আগে নষ্ট হয়ে যায়। মোবাইল সঠিকভাবে চার্জ করা না হলে প্রায়ই এ সমস্যা দেখা দেয়।
আজকের এই পোষ্ট থেকে জানতে পারবেন কিভাবে ফোনের ব্যাটারি ভালো রাখবেন, কিভাবে চার্জ করলে ফোনের ব্যাটারি ভালো থাকবে এবং ফোনের ব্যাটারি ভালো রাখার উপায় সমূহ। তাহলে প্রথমেই দেখে নেওয়া যাক মোবাইলে চার্জ ধরে রাখার উপায় এবং মোবাইলের ব্যাটারি ভালো রাখার উপায়।
Battery valo rakhar upay
বর্তমান যোগে সবথেকে গুরুত্বপূর্ণ যন্ত্রটি হলো মোবাইল ফোন। যার মাধ্যমে একস্থান থেকে অন্যস্থানে কথা, ভিডিও, গেম, ইন্টারনেট ব্রাউজিং ইত্যাদি করা যায়। তবে বর্তমান যোগের এন্ড্রয়েড ফোনগুলোর ব্যাটারি তাড়াতাড়ি ফুরিয়ে যাওয়ায সকলের জান প্রয়োজন কি কি সেটিংস অন করলে বা কিভাবে মোবইল চার্জ করলে ব্যাটারির চার্জ দ্রুত শেষ হবে না। ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি এবং ফোনের ব্যাটারি ভালো রাখতে হলে নিচের নিয়ম গুলো ফলো করুন।নকল চার্জার ব্যাবহার না করা:
মোবইলের আসল চার্জার খারাপ হলে অথবা হারিয়ে গেলে কম দামের চার্জার কিনে ফোন চার্জ অনেকেই করে থাকি। নকল চার্জার ব্যবহার করে মোবাইলফোন চার্জ করলে একদিকে যেমন ব্যাটারিতে বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা থাকে অন্যদিকে দ্রুত খারাপ হতে পারে ফোনের চিপসেট ও ডিসপ্লে। তাই মোবাইল চার্জ করার সময় আসল চার্জার ব্যবহার করুন। অন্য কোন স্মার্টফোনের চার্জার ব্যবহারের ফলে ধীরে ধীরে ব্যাটারির চার্জ ধরে রাখার ক্ষমতা কমে যেতে থাকে। কারণ এন্ড্রয়েড ফোনের সঙ্গে থাকা চার্জারে নির্দিষ্ট পরিমাণ আপটপুট ভোল্টেজ এবং কারেন্ট রেটিং থাকে। তাই অন্য মোবাইলের চার্জার দিয়ে চার্জ করালে ব্যাটারি দ্রুত নষ্ট হযে যায়।সারা রাত মোবাইল চার্জিং করবেন না:
অনেকেই আছেন যারা রাতের বেলায় মোবাইর চার্জে দিয়ে ঘুমিয়ে থাকে। কিন্তু রাতভর এন্ড্রয়েড ফোন চার্জ করলে মোবাইরের ব্যাটারির আয়ু দ্রুত কমতে থাকে। ফলে কয়েক বছর পরেইব্যাটারি ব্যাকআপে তার প্রভাব পড়তে শুরু করে। 90% চার্জের পর চার্জার থেকে এন্ড্রয়েডফোন ডিসকানেক্ট করলে ব্যাটারির স্বাস্থ্য ভালো থাকবে।চার্জ লাগানো অবস্থায় মোবাইল ব্যবহার না করা:
অনেক মোবাইল ব্যবহারকারীরা আছেন যারা চার্জে লাগানো অবস্থায় মোবাইল ব্যবহার করেন। এতে করে যেভাবে মোবাইলের ক্ষতি হয় তেমনি স্মার্টফোনের ব্যাটারিরও অনেক ক্ষতি হয়। তাছাড়াও মোবাইল বিস্ফোরণও ঘটতে পারে। তাই চার্জ লাগানো অবস্থায় মোবাইল চালাবেন না।ব্যাগরাউন্ডে এপস বন্ধ রাখা:
মোবাইলে অনেক এপস আছে যেগুলো সবসময়ই মোবাইলের ব্যাগরাউন্ডে চলতে থাকে। যেগুলো সবসময়ই ফোনের চার্জ শেষ করে দেয়। এই ব্যাগরাউন্ড রানিং এপগুলো বন্ধ করে রাখতে হবে। তাহলে আপনার ফোনের ব্যাটারি ভালো ব্যাকআপ দিবে।
আপনার ফোন ঠান্ডা রাখুন:
তাপ ফোনের ব্যাটারির অন্যতম বড় শত্রু। অতএব, আপনার ফোন ঠান্ডা রাখা গুরুত্বপূর্ণ। সরাসরি সূর্যালোকে বা গরম পরিবেশে আপনার ফোন ব্যবহার করা এড়িয়ে চলুন। এছাড়াও, আপনার ফোনটি বন্ধ জায়গায় রাখবেন না, কারণ এটি তাপ আটকাতে পারে।
নটিফিকেশন বন্ধ রাখুন:
বিজ্ঞপ্তিগুলি আপনার ফোনের ব্যাটারিতে একটি উল্লেখযোগ্য ড্রেন। অতএব, আপনার প্রয়োজন নেই এমন অ্যাপগুলির জন্য বিজ্ঞপ্তিগুলি অক্ষম করা অপরিহার্য৷ অ্যাপ সেটিংসে গিয়ে এবং বিজ্ঞপ্তিগুলি অক্ষম করে এটি করা যেতে পারে।
গুরুত্বপূর্ণ পোস্ট - ল্যাপটপের ব্যাটারি ভালো রাখার উপায়
এই টিপসগুলি অনুসরণ করে, আপনি আপনার ফোনের ব্যাটারির আয়ু বাড়াতে পারেন এবং এটি ক্রমাগত চার্জ করার ঝামেলা এড়াতে পারেন।