মোবাইল গরম হওয়ার কারন, গরম হলে করনীয় - ajkerfact.com

মোবাইল গরম হওয়ার কারন, গরম হলে করনীয়। Android Tips

মোবাইল গরম হওয়ার কারন
মোবাইল গরম হওয়ার কারন

হেলো বন্ধুরা, মোবাইল অতিরিক্ত গরম কেন হয় এবং মোবাইল গরম হলে কি করবনে পোষ্টে আপনাকে স্বাগত্বম। যদি আপনার স্মার্টফোন অতিরিক্ত গরম হয়ে যায় তবে আপনি পুরু লেখাটি মনোযোগ সহকারে পড়ুন। তাহলে আপনি একটু হলেও উপকৃত হবেন।

Android tips: আজকাল বেশির ভাগ মানুষই মোবাইল ফোন ব্যবহার করেন। যারা এন্ডয়েড মোবাইল ফোন ব্যবহার করেন তাদের মধ্যে অনেকেই একটি সমস্যা সম্মুখীন হয়ে থাকেন। সেটা হচ্ছে মোবাইল ফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়া। মোবাইল গরম হওয়ার বেশ কিছু কারণ আছে। তবে মোবাইল অতিরিক্ত গরম বিপদের কারণও হতে পারে। তাই আমাদের মোবাইল অতিরিক্ত গরম হবার কারণ এবং সমাধান জানা দরকার। তাহলে চলুন জেনে নেওয়া যাক কেন মোবাইল অতিরিক্ত গরম হয় আর গরম হলে কি কি করবেন।

মোবাইল গরম হওয়ার কারন ও গরম হলে করনীয়

বেশিরভাগ ক্ষেত্রেই এন্ড্রয়েড মোবাইল ফোন তাড়াতাড়ি গরম হয়ে যায়। আপনার মোবাইল গরম হয়ে যাওয়ার পিছনে একাধিক কারণও থাকতে পারে, কীভাবে তা থেকে ফোনটিকে বাঁচাবেন? তাহলে প্রথমে জেনে নেওয়া যাক কি কি কারনে স্মার্টফোন অতিরিক্ত গরম হয়ে যায়।

এন্ড্রয়েড মোবাইল গরম হওয়ার কারন: 

why android phone gets hot: বেশি সময় ধরে মোবাইলের প্রসেসরে চাপ পড়ার ফলে, যেকোনো স্মার্টফোন কিছুটা পরিমানে গরম হওয়াটা স্বাভাবিক। কিন্তু অতিরিক্ত গরম হয়ে যাওয়া তা বিপদের করনও হতে পারে। যে যে কারনে ফোন তাড়াতাড়ি গরম হয়ে যায তা হলো:
  1. ডিসপ্লের ব্রাইটনেস বেশি রাখা।
  2. বেশি সময় ধরে ওয়াই ফাই কানেক্ট করে রাখা।
  3. হেব্বি গেইম বা এপ ব্যবহার করাভ
  4. ব্যাগরাউন্ডে এপ বা গেইম চালু থাকা।
  5. মেমোরিতে ম্যালওয়ার বা ভাইরাস থাকা।
  6. ব্যাটারি ডাউন বা মোবাইল ব্যাটারি দুর্বল।

মোবাইল গরম হলে করনীয়:

মোবাইল কেন গরম হয় তা উপরে জানতে পারলেন। মোবাইল ফোন অতিরিক্ত গরম হয় কারন এর প্রসেসরে বেশি চাপ পড়ে। প্রথমে অাপনাকে ভাবেতে হবে মোবাইলের প্রসেসরে চাপের উপর। প্রসেসরে বেশি চাপ যাতে না পড়ে সে ব্যাপারে লক্ষ রাখতে হবে। নিন্মে বিস্তারিত আলোচনা করার হলো:

ধাপ ১ঃ বেশিরভাগ সময় দেখা যায যে, আপনার মোবাইল ফোনের ডিসপ্লের ব্রাইটনেস অনেক বেশি থাকার কারনে, আপনার মোবাইলের ওপরের ভাগ গরম হয়ে পরে। তবে, এটি অপনার ফোনের কোনো সমস্যা নয়। তবে, এতে আপনার চোখ এবং মোবাইলের ব্যাটারিতে চাপ পরার সুযোগ আছে। তাই, মোবাইলের ডিসপ্লে ব্রাইটনেস সব সময় অটো ব্রাইটনেস এ রাখার পরামর্শ দিবো।

ধাপ ২ঃ আপনার ফোনে যত বেশি এপস বা গেইমস ইনস্টল করা থাকবে, ততই ব্যাটারির চার্জ শেষ হবে এবং তার একইসাথে নটিফিকেশন, রানিং এপ এর ব্যবহার এর ওপরেও প্রভাব ফেলবে। তাই যতটা সম্ভব মোবাইলে অপ্রয়োজনীয় এপ বা গেইম যেগুলো আপনি ব্যবহার করেন না সেগুলো আনইনস্টল করে দিন।

ধাপ ৩ঃ মোবাইলের ব্যাগরাউন্ডে রানিং এপস। আমাদের স্মার্টফোনে আমরা বিভিন্ন ধরণের এপস এবং গেইম ডাউনলোড করে ব্যবহার করি। তারমধ্যে, অনেক ধরণের এপ আমাদের অনুমতি ছাড়া, মোবাইলে সবসময় সময় চলতে থাকে। কিন্তু, ৫৫% স্মার্টফোন গরম হওয়ার কারণ, কিছু ত্ররুটিপূর্ণ  মোবাইল সফটওয়ার, যেগুলি আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। যা সবসময় অপনার ফোনে চলতে থেকে ফোনের চার্জ শেষ করে দেয়। তাই আপনাকে ব্যাকরাউন্ডে রানিং এপগুলো ব্যাকরাউন্ডে চলার আনুমতি না দেওয়া।

ধাপ ৪ঃ যদি আপনার এন্ড্রয়েড মোবাইল ফোনে ম্যালওয়্যার  থাকে, তাবে আপনার মোবাইলে বেশি গরম হয়ে যাওয়ার জন্য এই ম্যালওয়ার দায়ী। তাই অাপনাকে এন্টি ভাইরাস সওফটওয়্যার ডাউনলোড করে রাখতে হবে।

ধাপ ৫ঃ অটো আপডেট এপস। অনেক সময় দেখা যায় ইন্টারনেট কানেকশন দিতেই মোবাইলের এপসগুলো অাপডেট হতে শুরু করে। এত অাপনার ফোন হ্যাং বা স্লো হয়ে যায়। ফলে প্রসেসর বা জিপিইউ তে প্রচুর চাপ পড়ে। ফলে ফোন অতিরিক্ত গরম হয়ে যায়।

আরও দেখুন - ফোনের ব্যাটারি ভালো রাখার উপাায়

তাহলে বন্ধুরা, মোবাইল গরম হওয়ার কারনমোবাইল অতিরিক্ত গরম হলে করনীয়, সেটা আপনারা মনেহয় ভালো করে জেনে বুঝে গেছেন। আপনাদের দির্ঘায়ু কামনা করছি।
Previous Post Next Post