Blogger দিয়ে Voice to Text Tool ওয়েবসাইট তৈরি করুন
Blogger দিয়ে Voice to Text Tool ওয়েবসাইট তৈরি করুন |
টুল ওয়েবসাইট তৈরি করার নিয়ম: আস্সালামু আলাইকুম। আশা করি আপনারা সাবাই ভালো আছেন। ‘‘Blogger দিয়ে Voice to Text Tool ওয়েবসাইট তৈরি করুন” পোষ্টে আপনাদের স্বাগতম। আপনি কি Blogger দিয়ে Tool ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন ? আজকের পোষ্টে আপনাদের সাথে ব্লগার দিয়ে ফ্রিতে Voice to Text tool ওয়েবসাইট তৈরির নিয়ম নিয়ে আলোচনা করব।
Voice to Text Generator Tool বর্তমানে বহুল ব্যবহৃত হচ্ছে। এরকম টুল বর্তমানে বেশিভাগ ব্লগাররা ব্যবহার করে পোষ্ট করে থাকে। যদি নিজের একটি এরকম Voice to Text Generator Tool ওয়েবসাইট থাকে থাহলে আপনি এই সাইট থেকে ভালো পরিমান টাকা ইনকাম করতে পারবেন।
Online Voice to Text Generator Tool
Voice to Text Tool ওয়েবসাইট তৈরির খরচ:
আজকের পোষ্টে আমরা বাংলাতে How to Create Voice to Text Tool on Blogger in Bangla সে সম্পর্কে কথা বলতে যাচ্ছি। সুতরাং এই পোষ্টে থাকুন এবং আরও বিশদ জানুন। আপনি হয়তো ভাবেছেন Voice to Text Tool ওয়েবসাইট তৈরির খরচ অনেক। কিন্তু Blogger দিয়ে Voice to Text Tool ওয়েবসাইট একদম ফ্রিতে তৈরি করতে পারবেন। Voice to Text Generator Tool তৈরি করতে যা যা প্রয়োজন সবকিছু আপনাদের বিনামূল্যে দিওয়া হবে এবং সবকিছু স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেওয়া হবে। তাহলে মনোযোগ দিয়ে লেখাগুলো পড়ুন।
Voice to Text Tool ওয়েবসাইট তৈরি করতে কি কি লাগে:
Voice to Text Generator Tool website তৈরি করতে আপনি কোডিং জানতে হবে না। শুধু আপনার ব্লগার সর্ম্পকে হালকা ধারনা থাকতে হবে। আর যদি আপনার Blogger সম্পর্কে তাহলে আপনি গাবরাবেন না নিচে সবকিছু স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়া হবে। Voice to Text Tool website তৈরি করার একটি Script লাগবে। সেই স্ক্রিপটি আপনাদেরকে ফ্রিতে দেওয়া হবে।
আরও জানুন:
How to Create Voice to Text Generator Tool on Blogger
Voice to Text Tool ওয়েবসাইট তৈরি করার নিয়ম: আপনি যদি নিজের ওয়েবসাইটে এই জাতীয় একটি Tool তৈরি করতে চান তবে আপনাকে নীচে দেওয়া পদক্ষেপগুলি সাবধানতার সাথে অনুসরণ করতে হবে। যেমনটি আমি বলেছিলাম, আপনার ব্লগার ওয়েবসাইটে এটি করতে হবে। সুতরাং চলুন শুরু করি।
ধাপ - ১: Blogger Dashboard এ চলে যান:
প্রথমত, আপনাকে আপনার ব্লগার ড্যাশবোর্ডে লগ ইন করতে হবে। এটি আপনার ওয়েবসাইটে Voice to Text Generator Tool তৈরি করার প্রথম পদক্ষেপ।
ধাপ - ২: নিচের Script টি Copy করুন:
Voice to Text Generator Tool Script for blogger স্ক্রিপ্টটি বিনামূল্যে আপনার পেয়ে গেছেন। নিচে Voice to Text Script for blogger দেওয়া হলো:
<div class="etool-title"><link href="https://docs.google.com/uc?export=download&id=1ZVFfFPy_Ry6S0kUo5U8NzoaHqW2MWRVr" rel="stylesheet" type="text/css"></link><h3>Voice Typing Tool</h3></div><div class="etool-wrapper" style="border: 1px solid #a9a9a9;"><div id="info" style="color: red; font-size: 16px; padding: 3px 6px;"><div id="info_start">Click on the microphone icon and start speaking.</div><div id="info_speak_now" style="display: none;">Speak now || बोलना शुरू करें !</div><div id="info_no_speech" style="display: none;">No speech was detected. adjust your microphone settings.</div><div id="info_no_microphone" style="display: none;">No microphone.! Ensure that a microphone configured correctly.</div><div id="info_allow" style="display: none;">Click the "Allow" button above to enable your microphone.</div><div id="info_denied" style="display: none;">Permission to use microphone was denied.</div><div id="info_blocked" style="display: none;">Permission to use microphone is blocked. To change, go to chrome://settings/contentExceptions#media-stream</div><div id="info_upgrade" style="display: none;">This facility is not supported by your browser. Upgrade to <a href="https://www.google.com/chrome" target="_blank">Chrome</a>.</div></div><div class="flex-box"><select id="select_language" onchange="updateCountry()" style="margin: 1px 0px; padding: 0px;"></select><select id="select_dialect" style="margin: 1px 0px; padding: 0px;"></select><button id="start_button" onclick="startButton(event)" style="background: #fff; padding: 0;" title="Click and Start Speaking"><img alt="Start" height="30" id="start_img" src="https://www.google.com/intl/en/chrome/assets/common/images/content/mic.gif" width="64" /></button></div><div id="results" style="background: #fff; border: 1px solid skyblue; margin: 5px; min-height: 180px; padding: 5px; text-align: left;"><span class="final" id="final_span" style="color: blue; padding-right: 3px;"></span> <span class="interim" id="interim_span" style="color: red;"></span></div><div class="etool-button-wrapper flex-box"><button class="etool-button" id="button1" onclick="CopyToClipboard('results')" title="Copy Text"><i aria-hidden="true" class="fa fa-files-o"></i> Copy</button><button class="etool-button" id="email_button" onclick="emailButton()" title="Send through Email"><i aria-hidden="true" class="fa fa-envelope"></i> Send Email</button><button class="etool-button" name="download" onclick="saveTextAsUnicode();" title="Download Text"><i aria-hidden="true" class="fa fa-download"></i> Download Text</button></div><script src="https://dl.dropbox.com/s/07a7qmtn09z2luo/Voice-Typing_API.js"></script></div></div>
ধাপ - ৩: Create New Page/Post
Create New Page/Post এ ক্লিক করে পোষ্ট করার পেইজে যান। তারপর HTML View এ ক্লিক করে উপরের সবটুকু Script পেষ্ট করে দিন। তারপর পাবলিশ করে দিলেই আপনার টুল তৈরি করা হয়ে যাবে।
শেষকথা: Blogger দিয়ে Voice to Text Tool ওয়েবসাইট তৈরি করুন পোষ্টটি আবশ্যই আপনাদের উপকারে আসবে। আপনি যদি আমাদের ব্লগটি পছন্দ করেন তবে আমাদের ব্লগটি বুকমার্ক করুন। নিয়মিত পোস্ট আপডেট পেতে নটিফিকেশন নিশ্চিত করুন।