আলিম পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম - ajkerfact

আলিম পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম
আলিম রেজাল্ট
আলিম পরীক্ষার ফলাফল: আলিম পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম পোষ্টে আপনাদের স্বাগতম। আপনারা নিশ্চই alim result দেখার নিয়ম জানতে এখানে এসেছেন? আমরা আজ আপনাদের সাথে *মাদ্রাসা বোর্ডের আলিম রেজাল্ট বের করার নিয়ম এবং Sms এর মাধ্যমে আলিম রেজাল্ট দেখার নিয়ম নিয়ে আলোচনা করাব। 

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এর অধীনে অনুষ্ঠিত আলিম পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার সাথে সাথেই আপনারা রেজাল্ট বের করতে পারবেন। এখন আমার কিভাবে আলিম রেজাল্ট বের করতে হয় তা শিখব। 

আরও জানুন -

আজকের পোষ্টে অপনাদের সাথে শুধু আলিম পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম অলোচনা করব। রেজাল্ট দেখার ওয়েবসাইট থেকে আপনারা সবাই সহজেই alim result marksheet বের করতে পারবেন। এইচ এস সি / কারিগরি / আলিম - সমমানের পরীক্ষার ফলাফল বের করার ক্ষেত্রেও এই নিয়ম অনুসরন করতে পারেন।

আলিম পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম

Alim result: আলিম অটোপাস রেজাল্ট / আলিম পরীক্ষার ফলাফল দুই ভাবে বের করা যায়। একটি হচ্ছে অনলাইন পদ্ধতি এবং অন্যটি হচ্ছে মোবাইল এসএমএস পদ্ধতি। আপনার হাতে যদি একটি এন্ড্রয়েড মোবাইল ফোন থাকে তবে আপনি ঘরে বসেই আপনার রেজাল্ট বের করতে পারেন। রেজাল্ট বের করার এই দুই পদ্ধতি নিয়েই আজ আলোচনা করব। 

অনলাইনে রেজাল্ট দেখার নিয়মঃ 

এইচ এস সি / আলিম / কারিগরি শিক্ষ বোর্ডের রেজাল্ট ২টি ওয়েবসাইটে প্রকাশিত করা হয়। ঐ ২ টি ওয়েবসাইট থেকে মোবাইল দিয়েও আপনি রেজাল্ট বের করতে পারবেন। নিচে রেজাল্ট দেখার লিংক দেওয়া হলো -

আলিম পরীক্ষার রেজাল্ট মার্কশিটসহ দেখার নিয়ম সকল শিক্ষা বোর্ড:

১। প্রথমে অপনি একটি ব্রাউজার থেকে উপরের ২ টি রেজাল্ট দেখার লিংক থেকে প্রথম লিংকে ক্লিক করে চলে যান শিক্ষা বোর্ডের ওয়েবসাইট। সেখানে নিচের চিত্রের মতো একটি পেইজ পেয়ে যাবেন। 
রেজাল্ট দেখার নিয়ম
২। তারপর Examination এর জায়গায় HSC/Alim নির্বাচন করবেন। Year: পরীক্ষার বছর নির্বাচন করবেন। Board: আপানার বোর্ডের নাম নির্বাচন করবেন। Roll: পরীক্ষার রোল নাম্বার এডমিট কার্ড থেকে টাইপ করবেন। Reg: No: এডমিট কার্ড থেকে রেজিস্টেশন নাম্বার টাইপ করবেন। সবশেষে একটি ক্যাপচা পুরন করে Submit বাটনে ক্লিক করবেন। 

৩। সাবমিট বাটনে ক্লিক করে দিলেই আপনার রেজাল্ট মার্কশিট সহ চলে আসবে। 

রেজাল্ট প্রকাশিত হওয়ার দিন এই ওয়েবসাইট গুলোতে অনেক ট্রাফিক আসার কারনে লোর্ডিং নিতে অনেক সময় লাগে। তাই আপনারা Sms এর মাধ্যমে আলিম রেজাল্ট আরও তাড়াতাড়ি বের করতে পারবেন। 

Sms এর মাধ্যমে আলিম রেজাল্ট দেখার নিয়মঃ

মোবাইলে এসএমএসের মাধ্যমে আলিম রেজাল্ট এর আর একটি বিকল্প পদ্ধতি আছে। যার দ্ধারা সহজেই ফলাফল বের করা যায়। Sms এর মাধ্যমে আলিম রেজাল্ট বের করার জন্য নিচের নিয়মে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন। 

ALIM <স্পেস> MAD <স্পেস> Roll <স্পেস> year এবং পাঠিয়ে দিন 16222 নম্বারে। 

উদাহরনঃ ALIM MAD 123456 2020 এভাবে লিকে ১৬৬২২ নাম্বারে পাঠাতে হবে।

আলিম পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম পোষ্টটি আপনাদের জন্য নিজে নিজে রেজাল্ট বের করতে সাহায্য করবে। আপনারা এই নিয়মে এইচ এস সি / আলিম  বা কারিগরি বোর্ডের রেজাল্ট মার্কশিটসহ বের করতে পারবেন। আশা করি, ওয়েবসাইট থেকে বা Sms এর মাধ্যমে Alim result বের করার নিয়ম জানতে পেরেছেন। 

Previous Post Next Post