বাংলাদেশ শিক্ষা বোর্ড এর অধীনে অনুষ্ঠিত এইচ এস সি পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার সাথে সাথেই আপনারা রেজাল্ট বের করতে পারবেন। এখন আমার কিভাবে আলিম রেজাল্ট বের করতে হয় তা শিখব।
আজকে আপনাদের সাথে এইচ এস সি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম শেয়ার করব। রেজাল্ট দেখার ওয়েবসাইট থেকে আপনারা ঘরে বসে সহজেই HSC result marksheet সহ বের করতে পারবেন।
এইচ এস সি রেজাল্ট দেখার নিয়ম | HSC result
এইচ এস সি পরীক্ষার ফলাফল দুই ভাবে বের করা যায়। একটি হলো অনলাইন পদ্ধতি এবং অন্যটি হলো মোবাইল এসএমএস পদ্ধতি। আপনার যদি একটি এন্ড্রয়েড ফোন অথবা একটি ল্যাপটপ থাকে তাহলে আপনি ঘরে বসেই আপনার এইচএসসি রেজাল্ট বের করতে পারেন। ফলাফল বের করার এই দুই পদ্ধতি নিয়েই আজ আলোচনা করব।
অনলাইনে এইচ এস সি রেজাল্ট দেখার নিয়মঃ
নম্বার সহ রেজাল্ট দেখার নিয়ম:
- Examination এর জায়গায় HSC/Alim সিলেক্ট করবেন।
- Year: আপনার পরীক্ষার বছর সিলেক্ট করবেন।
- Board: আপানার বোর্ডের নাম সিলেক্ট করবেন।
- Roll: আপনার এইচ এস সি রোল নাম্বার এডমিট কার্ড থেকে টাইপ করে লিখবেন।
- Reg: No: আপনার এডমিট কার্ড থেকে রেজিস্টেশন নাম্বার টাইপ করে লিখবেন।
- সবশেষে একটি Chaptha পুরন করে Submit বাটনে ক্লিক করবেন।
ফলাফল প্রকাশিত হওয়ার দিন এই ওয়েবসাইট গুলোতে অনেক ভিজিটর আসার কারনে লোর্ডিং নিতে অনেক সময় লাগে। যার কারনে রেজাল্ট দেখতে অনেক সমস্যায় পড়তে হয়। তাই আপনারা Sms এর মাধ্যমে এইচ এস সি রেজাল্ট আরও ফাস্ট বের করতে পারবেন।
Sms এর মাধ্যমে এইচ এস সি রেজাল্ট দেখার নিয়মঃ
মোবাইলে এসএমএস এর মাধ্যমে এইচ এস সি রেজাল্ট বের করার আরও একটি বিকল্প পদ্ধতি রয়েছে। যার দ্ধারা সহজেই Result বের করা যায়। Sms এর মাধ্যমে HSC রেজাল্ট বের করার জন্য নিচের নিয়মে মেসেজ অপশনে গিয়ে type করুন।
এইচ এস সি রেজাল্ট দেখার নিয়ম পোষ্টটি আপনাদের জন্য নিজে নিজে HSC রেজাল্ট বের করতে সাহায্য করবে। আপনারা এই নিয়মে এইচএসসি পরীক্ষার ফলাফল দেখতে পারবেন। আশা করি, এইচ এস সি রেজাল্ট ওয়েবসাইট থেকে বা Sms এর মাধ্যমে এইচ এস সি রেজাল্ট বের করার নিয়ম জানতে পেরেছেন।