৫০+ কষ্টের কবিতা । koster kobita

কষ্টের কবিতা

কষ্টের কবিতা: প্রিয় দর্শক, আস্সালামু আলাইকুম। ৫০+ কষ্টের কবিতা । koster kobita পোষ্টে আপনাদের সবাইকে স্বাগতম। এই পোষ্টে আপনাদের সাথে সুন্দর সুন্দর দুঃখের কবিতা বা বাংলা কষ্টের কবিতা, ভালোবাসার কষ্টের কবিতা, খুব কষ্টের কবিতা, রোমান্টিক কষ্টের কবিতা এবং কষ্টের কবিতা এস এম এস শেয়ার করবো। 


সুন্দর সুন্দর কষ্টের কবিতা, ছন্দ এবং কষ্টের স্ট্যাটাস নিয়ে এই পোষ্টটি সাজানো হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। 

আরও পড়ুন -

কষ্টের কবিতা

কষ্টের জীবন: মানুষের জীবনে কষ্ট ও আনন্দ, এই দুই অনুভূতি কোন না কোন সময় আসে। দুঃখ-কষ্ট মানুষের ক্ষণিকের আবেগ যা মানুষের মধ্যে পরিবর্তিত হয়। হয়তো আপনি অনেক কষ্টে আছেন কিন্তু এই পোষ্টটি পড়ে আনন্দিত হয়ে গেলেন। 

কিছু কিছু কষ্টের কথা আছে যেগুলো কখনও কারও সাথে ভাগ করা যায় না। তখন আমরা ফেসবুক বা সোসাল যোগাযোগ মাধ্যমে মনের কথাগুলো পোষ্ট করে নিজেকে একটু হলেও সান্তনা দিয়ে রাখি। এরকম কিছু দুঃখের বা কষ্টের কবিতা শেয়ার করব সেগুলো মানুষের মন ছোয়ে যাবে। 

💔 ভালবাসার কষ্টের কবিতা 💔

বিধি তুমি কোন কলমে,
লিখেছো আমার ভাগ্য?
আমি কি নই কোন সুখ পাওয়ার যোগ্য?
কেন হয়ে গেলাম আমি,,
সবার চোখের বালি,,,,
কপালের সুখ লিখতে কি
তোমার কলমে ছিল না কালি??
------------------------------------------
আকাশ ভরা দু:খ আমার
কষ্ট ভরা ঢেউ,,,,,
এত কষ্ট আমার বুকে,
দেখে নাতো কেউ,,,,
দু:খ নিয়ে স্বপ্ন দেখি,
কষ্ট নিয়ে আঁকি
স্বপ্ন আমার ভেঙ্গে যায়,,,
আমি চেয়ে থাকি,,,,!
-----------------------------------------
ভালোবাসা এমনি হয়,,
কেউ জিতে কেউ হারে! 
আমি না হয় হারলাম,
তোমার সুখের তরে,,,,,,। 
হয়তো, তোমায় হারিয়ে,,,,,,
কষ্ট পাবো বেশি। 
তুবও দেখতে পাবো,,,
তোমার মুখের মিষ্টি হাসি।। 
------------------------------------------
চিঠি দিলাম পত্র দিলাম,,,
কেন আসলানা। 
অবুঝ মনে প্রেম শিখাইয়া,,,
গেলা কেন চইলা।
ফুল ফুটে ঝরে যায়,,,
রয় শুধু পাতা,
মানুষ মরে গেল,,,
রয়ে যায় শুধু কথা। 
------------------------------------------
দুঃখ দিয়েই সুখেই আছো,
বেধেছো সুখের নিড়,,,,,,
আমার স্বপ্নের তরী দেখলনা সুখের তীর। 
দুই নয়নে এখন শুধু....
আষাঢ় -শ্রাবণ মাস,,,,
নি:শ্বাস আমার হয়ে আসে,,,,
শুধুই দির্ঘশ্বাস

💞রোমান্টিক কষ্টের কবিতা💞

আজকে তুমি রাগ করেছো,,
দুঃখ পাবো তাতে!!
কালকে যখন মরে যাবো,,,
রাগ দেখাবা কাকে???
বিধির বিধান এই রকমি,,,,
একদিন তো যাবোই মরে।।।
বুঝবে সেদিন তুমি
ভালোবাসতোম শুধু তোমাকে। 
------------------------------------------
দুঃখগুলো বন্ধী করে,,,,
রেখেছিলাম মনের ঘরে। 
দেখতে দেইনি কাউকে,,,,
ঠোঁটের কোণে হাসি রেখেই
চলছি একলা পথে। 
------------------------------------------
কষ্ট আমার নিত্য সঙ্গী,,,
বুকে চেপে রাখি। 
আসহায় মন নিয়ে,,,,
সবার সাথে হাসি। 
সুখ আমার পথের কাটা,,,
থাকে সে দুরে। 
তাইতো আমি একা একা 
নিরবে যাই কেদেঁ। 
------------------------------------------
 দেখো চাঁদের দিকে,,,,
কত যে কষ্ট তার বুকে। 
কখনো কালো মেঘ ঢেকে যায়......
কখনো সে জোত্সনা হারায়। 
তবুও জোত্সনা ছড়িয়ে সে হাসে.....
কারন সে আকাশ কে ভালবাসে..!!
------------------------------------------
কষ্ট গুলো আপন মনে,,,
একলা গেঁথে রাখি। 
হাজারও দুঃখের বেদনা,,,
মনে ধরে থাকি। 
আপনা যে জন ছিল,,,,
হয়েছে সে পর....
হারিয়ে গেছে সুখের তরী,,,
ভেঙ্গেছে সুখের ঘর। 

💔 কষ্টের কবিতা এস এম এস / ছন্দ 💔

কষ্টের কবিতা এস এম এস / ছন্দ

কিছু কিছু কথা আছে বলতে পারিনা,,
এমন কিছু কষ্ট আছে সইতে পারিনা। 
এমন কিছু ফুল আছে তুলতে পারিনা,,,,,
আর এমন একটা মানুষ আছে ভূলতে পারিনা!!
------------------------------------------
অন্ধ ভালবাসার গন্ধ বেশি,,,
নকল ভালবাসার সুবাস বেশি। 
সত্য প্রেমে রাগারাগি..........
নকল প্রেমে হাসাহাসি.....
বুঝবে যেদিন খুজবে তাকে
অবহেলা হারালে যাকে!!
-----------------------------------------
আমার যদি একটা পৃথিবী থাকত...
তাহলে সেখানে যেয়ে চিৎকার করে কাঁদতাম।
 কেন যানো?
তুমার দেওয়া স্মৃতি এত যন্ত্রনা দেয় আমাকে,,
যা সহিবার মত শক্তিআমার মাঝে নেই।
------------------------------------------
কালের খেয়ায় স্বপ্ন,,,,
দিচ্ছে পারি....
দুঃখের নীল অস্তরাগে।
তোমায় ভালোবেসে কন্ঠস্বর
বেদনার ঝড় হয়ে আসে।
অবিশ্বাসের মেঘে মোর
কান্নাভেজা মুখ খানি ভাসে।
মোর জীবন যেন বিদায় নেয়
তোমার মৃত্যুর আগে।
------------------------------------------
আজ স্মৃতির পাতা উল্টে দেখলাম...
কত মানুষ জীবন থেকে হারিয়ে গেছে।
কত চেনা মানুষ , অচেনা হয়ে গেছে। 
হয়তো কোন এক দিন ,আমিও অচেনা হয়ে যাবো
এই পৃথিবী থেকে !!
------------------------------------------
জীবনের শুরুতে কষ্টের সূচনা,,,,
হাজারো ব্যাথা নিয়ে আমার রচনা।
যন্ত্রনার অন্ধ ঘরে নির্মম এক পরিহাস,,,,
চোখের জল আর বেদনা নিয়ে
আমার জীবনের ইতিহাস।
------------------------------------------
ভালবাসা বদলায় না,,,
বদলে যায় মানুষগুলো। 
অনুভূতিরা হারায় না
হারিয়ে যায় সময়গুলো। 
------------------------------------------
চখের জলে বুক ভাসে,,,
ভুল ছিলো না যদিও!!!
এত বেশি কষ্ট দিলে,,,,
হার মানবে নদীও। 
বলনা রে তুই কাছে টেনে,,,,
ভাঙ্গলি বুকের পাজর,,,
ও রে নিটুর মন পিয়াসী এ কেমন আদর। 
------------------------------------------
এক কণা চোখের জল যদি পড়ে,.,,,,
সেই জলের কণা শুধু তোমার ক থা বলে।। 
অন্তরের কথা বুঝনা তুমি মুখে বলি তাই,,,,,,,
শত বিরহের পরও শুধু তোমাকে ভালোবেসে যাই।।
------------------------------------------
সূর্য গেছে মে-ঘের বাড়ি,,,,
ডুবে গেছে বেলা!
একটু খবর নিলে না যে,,,,
আ'মায় ভুলে গেলা!!


শেষকথাঃ আশা করি, ৫০+ কষ্টের কবিতা । koster kobita পাতার কষ্টের কবিতা গুলো আপনাদের ভালো লেগেছে। এই পোষ্ট টি থেকে আপনারা সুন্দর সুন্দর কষ্টের কবিতা (koster kobita) বা ছন্দ সংগ্রহ করতে পেরেছেন। 
Previous Post Next Post