মোবাইল দিয়ে নগদ একাউন্ট খোলার নিয়ম পোস্টে আপনাদের স্বাগতম। নগদ বাংলাদেশের জনপ্রিয় একটি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠন। বর্তমানে শত লাখ গ্রাহক রয়েছে নগদে। তাই অনেকে নগদ একাউন্ট খুলতে চায়। আপনি যদি মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম জানতে চান তাহলে এই বিস্তারিত পোস্টটি আপনার জন্য।
ডাক বিভাগের নগদ একাউন্ট খোলার নিয়ম অনেকেই জানেন না। এখন বাটন মোবাইলে নগদ একাউন্ট খোলা যায়। নগদ একাউন্টের সুবিধার কথা চিন্তা করলে নগদ সবার সেরা বলা যায়। আজকের পোস্টে নগদ একাউন্ট খোলার পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
মোবাইল দিয়ে নগদ একাউন্ট খোলার নিয়ম |
নগদ একাউন্ট খোলার পদ্ধতি
Nagad account open: মোবাইলে নগদ একাউন্ট খোলার অনেক সহজ ২টি পদ্ধতি রয়েছে। একটি *১৬৭# ডায়াল করে এবং অন্যটি নগদ এন্ড্রয়েড এপ ব্যবহার করে। নগদ একাউন্ট খোলার ২টি পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা -
*১৬৭# ডায়াল করে নগদ একাউন্ট খোলার নিয়ম
যেকোন মোবাইল নাম্বার থেকে *১৬৭# নাম্বারে ডায়াল করে অনেক সহজেই Nagad একাউন্ট খোলার একটি পদ্ধতি রয়েছে। এখন নগদ একাউন্ট খুলতে মাত্র ২টি ধাপেই পিন সেট করে খোলা যাবে নগদ একাউন্ট। *১৬৭* ডায়ালের মাধ্যমে বাটন মোবাইলে নগদ একাউন্ট খুলতে পারবেন।
*১৬৭# ইউএসএসডি কোড ডায়াল করে মোবাইল দিয়ে নগদ একাউন্ট খোলার নিয়ম:
*১৬৭# ডায়াল করে নগদ একাউন্ট খোলার নিয়ম |
- আপনার ফোনের ডায়াল প্যাড থেকে *১৬৭# ডায়াল করুন।
- প্রযোজ্য শর্তাবলি পড়ে এবং সম্মতি জানিয়ে ৪ ডিজিটের পিন সেট করুন।
- পুনরায় পিন টাইপ করে কনফার্ম করুন Send বাটনে ক্লিক করুন।
- এরপর মুনাফা পেতে চান কিনা বেছে নিন।
খোলা হয়ে গেল আপনার নগদ একাউন্ট। এখন থেকে আপনি একজন নগদ গ্রহক হয়ে গেলেন। এবার *১৬৭# ডায়াল করলে ম্যানু অপশন চলে আসবে। এখন থেকে আপনি ক্যাশ আউট, সেন্ড মানি, মোবাইল রিচার্জ, পেমেন্ট, বিল পে, ইএমআই পেমেন্ট সহ নগদের যাবতীয় সুবিধা ব্যবহার করতে পারবেন।
যদি এই পদ্ধতিতে Nagad account খোলতে না পারেন তবে নগদ এপ দিয়ে খুব সহজেই নগদ একাউন্ট খোলার একটি বিকল্প পদ্ধতি রয়েছে।
নগদ এপ দিয়ে একাউন্ট খোলার নিয়মঃ
কিভাবে নগদ একাউন্ট করবঃ নগদ উদ্ধোক্তা বা এজেন্টের কাছে না গিয়ে ঘরে বসে মাত্র ৫ মিনিটে নগদ একাউন্ট খুলে নিতে পারবেন। নগদ এপ দিয়ে একাউন্ট খোলার জন্য প্রয়োজন হবে - একটি এড্রয়েড মোবাইল ফোন ও তার সাথে ইন্টারনেট কানেকশান, একটি সচল মোবাইল নাম্বার, আপনি ও আপনার এনআইডিকার্ড। নগদ এপ দিয়ে মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম বিস্তারিত -
নগদ একাউন্ট খোলার নিয়ম |
ধাপ-১ঃ প্লে স্টোর থেকে নগদ অ্যাপ ডাউনলোড করুন
ধাপ-২ঃ আপনার জাতীয় পরিচয়পত্রের ধরন (NID) সিলেক্ট করুন।
- আপনার NID কার্ডের উভয় পাশ আপলোড করুন।
- যার NID কার্ড তার একটি সেলফি তুলুন।
- শর্তাবলি পড়ে আপনার স্বাক্ষর দিন।
ধাপ-৩ঃ স্বাক্ষর দিয়ে পরবর্তী বাটনে চাপ দিলে আপলোড স্ট্যাটাস দেখতে পাবেন। আবার পরবর্তী বাটনে ক্লিক করে একটি পিন সেট করলেই আপনার একাউন্ট সচল হয়ে যাবে।
মোবাইল ব্যাংকিং নিয়ে আরও কিছু পোস্ট -
প্রশ্নঃ নগদ একাউন্ট দেখার কোড কত?
উত্তরঃ *১৬৭#
প্রশ্নঃ নগদ কাস্টমার কেয়ার নাম্বার কত?
উত্তরঃ 16167 অথবা 0960961616
প্রশ্নঃ একটি nid কার্ড দিয়ে কয়টি নগদ একাউন্ট খোলা যাবে?
উত্তরঃ একটি NID দিয়ে একটি নগদ একাউন্ট নিবন্ধন করা যাবে।
প্রশ্নঃ বিকাশ থেকে নগদে টাকা পাঠানো যায়?
উত্তরঃ হ্যা, বিকাশ থেকে নগদে টাকা পাঠানো যায়।
প্রশ্নঃ নগদ একাউন্ট *১৬৭# ডায়াল করে খুলা যায় কি?
উত্তরঃ হ্যা, *১৬৭# ডায়াল করে নগদ একাউন্ট খোলা যায়।
প্রশ্নঃ নগদ একাউন্ট নিজে নিজে খুললে কোন সমস্যা হবে?
উত্তরঃ না, কোন সমস্যা হবে না।
প্রশ্নঃ নগদ একাউন্ট খোলতে কি টাকা লাগে?
উত্তরঃ না, নগদ একাউন্ট ফ্রিতে খুলা যায়।
প্রশ্নঃ নগদ একাউন্টের সুবিধা কি কি?
উত্তরঃ ১। যেকোন মোবাইল দিয়ে নগদ একাউন্ট খোলা যায়, ২। ফ্রি Nagad একাউন্ট খোলার সুবিধা, ৩। দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ, ৪। নগদ অ্যাপে সেন্ড মানি ফ্রি ৫। বিল পে ফ্রি (বিদ্যুৎ, গ্যাস, পানি ) ৬। সবার চেয়ে বেশি মুনাফা ৭। সেরা Mobile Recharge অফার, ৮। ঝামেলাহীন Nagad পেমেন্ট offer।
আশা করি, মোবাইল দিয়ে নগদ একাউন্ট খোলার নিয়ম পোস্টটি পড়ে আপনি ঝামেলাহীন ভাবে নগদ একাউন্ট খুলতে পেরেছেন। নগদ একাউন্ট খোলার পদ্ধতি। নগদ অ্যাকাউন্ট খোলার নিয়ম। কিভাবে নগদ একাউন্ট খুলব।