আসসালামু আলাইকুম। আজকেরফেক্ট.কম এর পক্ষ থেকে সকল প্রবাসীদের ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। স্বাগত্বম প্রবাসী ভাইদের জন্য আজকের পোস্ট প্রবাসীদের ঈদ মোবারক শুভেচ্ছা স্ট্যাটাস, এসএমএস, মেসেজ ও ছন্দ। আপনি যদি প্রবাসীদেরে প্রবাসীদের ঈদ স্ট্যাটাস, ঈদ এস এম এস, ঈদ নিয়ে কবিতা খুজে থাকেন তাহলে এই probashi eid shubhechha পোস্টটি আপনার জন্য।
বিশ্বব্যাপি প্রবাসী মানুষের সংখ্যা ২৫ কোটিরও বেশি। শুধুমাত্র বাংলাদেশের প্রবাসী মানুষ রয়েছে প্রায় ২৮ লাখ। তারা আমাদের মতো একত্রে তাদের পরিবারের সাথে ঈদ উৎযাপন করতে পারছে না। তাই প্রবাসী ভাইরা বলে থাকে, প্রবাসীদের ঈদ মানে কষ্ট। যা প্রকাশ করার ভাষা নেই। তাই প্রবাসীদের কাছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সামান্য একটি স্ট্যাটাস বা প্রিয়জনকে পাঠানোর মতো একটি ঈদের শুভেচ্ছা বার্তা ছাড়া অন্য কোন উপায় নেই।
প্রবাসীদের ঈদ মোবারক শুভেচ্ছা |
প্রবাসীদের ঈদের শুভেচ্ছা
প্রবাসীদের ঈদ স্ট্যাটাস । প্রবাসীদের ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস । ঈদ মোবারক প্রবাসীদের স্ট্যাটাস
প্রবাসীদের ফেসবুক ঈদ স্ট্যাটাস প্রকাশিত করা হলো। এই ট্যাটাসগুলো কপি করে যেকোন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মতো মডিফাই করে শেয়ার করতে পারবেন।প্রবাসী হওয়ার মানেই যে সুখে থাকা এমনটা নয়,,,,,, একমাত্র প্রবাসীরা বুঝে সম্পর্কের টান কেমন। সবাইকে ঈদ মোবারক। সকলেরর জীবনে ঈদ বয়ে আনুক নির্মল আনন্দ।
আর একদিন পরেই সকল মুসলিম ভাই-বোনেদের খুশির দিন ঈদুল ফিতর ইনশাআল্লাহ ❣️ঈদ মানে আনন্দ হলেও আমরা প্রবাসীদের ঈদ মানেই চেপে রাখা বোবা কান্নার দিন আলহামদুলিল্লাহ।
পাশের বাড়ির কেউ ডাক দিয়ে বলবেনা "আসো সেমাই খেয়ে যাও" এসব শুধু এখন স্মৃতি।😥খুব মিস করি অতীতে মা বাবাকে নিয়ে কাটানো ঈদের প্রতিটা মুহুর্ত। প্রবাসী ভাইদের ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক।
প্রবাসীদের ঈদ বলতে কিছু নেই।কারণ ওনারা ঈদ করলে তো বাড়ির মানুষ ঈদ করতে পারেবে না।লক্ষ লক্ষ প্রবাসীর ঈদের জামাত পড়ার সৌভাগ্যটা কপালে জোটে না। সব রেমিটেন্স যোদ্ধা ভাইদের প্রতি বিনম্র শদ্ধা। ঈদ মোবারক।
ঈদ মানে খুশি হলেও প্রবাসীদের ঈদ আসলেই কষ্টের। কারণ পরিবারের লোকজন ছাড়াই এখানে ঈদ পালন করতে হয়। তবুও জেনে রাখা ভালো জীবনের প্রতিটি ধাপে আল্লাহ সকলের উপর তার রহমত বর্ষণ করবেন। সকল প্রবাসীদের পক্ষ থেকে ঈদ মোবারক।
প্রবাসীদের ঈদের কষ্টের স্ট্যাটাস
প্রবাসীদের EID হল খুব কষ্টের । আমাদের দেশের জন্য যারা পরিশ্রম করছে, রেমিটেন্স এ প্রতিবারই রের্কড করছে সবাইকে জানাই ঈদের অবিরল শুভেচ্ছা। ঈদ মোবারক।।
বুকে * কষ্ট,,,, মুখে * হাসি,,,,, এরই * নাম * প্রবাসী। ******* ঈদ মোবারক********
জানি আমরা প্রবাসীদের***ঈদ মোবারক***জানানোর কেও নেই😥 তবুই মন থেকে সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা।।
প্রবাসীদের ঈদ মানেই,,,, দেশে পাঠাবো টাকা। প্রবাসীদের ঈদ মানেই,,, আমি প্রবাসে একা। প্রবাসীদের ঈদ মানেই লম্বা একটা ঘুম,,,, প্রবাসীদের ঈদ মানেই,,, এইতো পাশের রুম। ডিউটি করে কত প্রবাসী,,, ঈদের দিনে নেয় ছুটি,,,,,, মাথার ঘাম পায়ে ফেলে যোগায় আহার রুটি। প্রবাসীদের ঈদ আছে,,,, ঈদের আনন্দ যে নাই।
পরিবার ছাড়া ঈদ স্ট্যাটাস প্রবাসী
কে বলেছে প্রবাসীদের ঈদ নেই,,,,, প্রবাসীদের ও ঈদ আছে,,,, ঈদ উপলক্ষে পরিবারের মুখে হাসি ফুটাতে পারলেই প্রবাসীদের ঈদ হয়ে যায়।।।
লাখ প্রতিকুলতার প্রত্যেকের জীবনে ঈদ বয়ে আনুক নির্মল আনন্দ। সকল প্রবাসীদের ঈদের শুভেচ্ছা।
রক্তের চেয়েও বেশি দামি প্রবাসী ভাইদের ঘাম,,,, ঈদের দিনেও তাদের নেইযে বিশ্রাম,,,, ভাবো তোমরা মহা সুখে,,,,, আসলেই কি তাই,,,? ঈদের দিনটিও যে তাদের ক্যালেন্ডারে নাই😢 Eid এর দিনেও পায়না তারা বুকে বাবার বুক,,,, লুকিয়ে কাদে কেউবা আবার মুছে নিজের চোখ।
প্রবাসীদের ঈদ প্রবাসীদের ঈদ এস এম এস । প্রবাসীদের ঈদ মোবারক শুভেচ্ছা মেসেজ
Eider Shuvacha Janai Tumak.... Onk Vasi Kusi Gira Rakok Tumak,,,, SOb Aponjoner Maya Matiya Rakok Tumak,,,, Sodi Salami pabe tokon mona Koriyo Amak ***EID Mubarak***
যেদিন দেখব বাঁকা চাঁদ,,,, খুশি মনে কাটবে রাত। নতুন সাজে সাজব আজ,,,, আজ হলো ঈদের দিন,,,, আনন্দে কাটবে সারাদিন।
দূরের মানুষ আসুক কাছে,,,,, কাছের জন থাকুক পাশে,,,,, মন ছুটে যাক তোমার টানে,,,,, নয়া চাদের আগমনে,,,,কাটুক খুশি সবার মনে।
রং*লেগেছে*মনে,,, মধুর*এই*ক্ষনে,,, তোমায়*আমি*রাঙ্গিয়ে*দেবো,,, EiD এর *এই*দিনে*** EID MuBaRaK***
বিদেতে থাকি ওরা,,,,,, কষ্ট সবি সহে,,,,,, প্রবাসীরাই বুঝে তাদের,,,,, কেও তো ভাবে নহে,,,, পর দেশে থাকি বলে,,,,, পরের মত চলি,,,, ঈদের খুশি ছাড়া মোরা,,,,, রোজ গরমে জ্বলি।।
ভিন দেশে থেকে সবে,,,,, পালন করে ঈদ,,,, সুখে দুখে গাইছে সবে,,,,ঈদের দিনের গীত। বা মাকে রেখে তারা,,,,, থাকে পরদেশে,,,,,, পেটের দায়ে নিথর গায়ে,,,, পরে কাপড় ভেসে।।
প্রবাসীদের ঈদ মানে,,,, লম্বা একটা ঘুম,,,, প্রবাসীদের ঈদ মানে,,,এই তো পাশের রুম ****ঈদ মোবারক***
Eider Hawya Lagok prane,,,, Mon Vora Jak Notun Gan a,,,, Hasi maka Muka Sopnil Chawa,,, Eid Hok Sob Kichu Pawya,,, EID mubarak
EID এর খুশিতে সকলের বাড়ি যাওয়া হলেও,,,, প্রবাসীদের বাড়ি যাওয়া হবে না। হবে না মায়ের হাতের সেমাই খাওয়া। EID মানেই প্রবাসীদের কষ্টের একটি দিন। ঈদ মানেই প্রিয়মানুষগুলোকে আরও বেশি MISS করা।
আসলো আবার খুশির ঈদ,,,,, ১টি বছর পরে,,,। খুশির জোযাড় বইছে তাই সারা দেশ জুড়ে। তুমি বন্ধু ঈদের দিন আসবে আমার বাড়ি। না আসলে তোমার সাথে দিব আমার আড়ি,,,,। ঈদ মোবারক।
আরও কিছু - ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা