আসসালামু আলাইকুম, মোবাইল দিয়ে মাসে ২০ হাজার টাকা আয় করার উপায় পোস্টে আপনাদের স্বাগতম। বাংলাদেশের অনেক মানুষ আছে যারা তাদের মোবাইল দিয়ে প্রতি মাসে ২০ হাজার থেকে লাখ টাকা আয় করছেন।
অনলাইন থেকে আয় করার অনেক উপায় রয়েছে। তবে মোবাইল দিয়ে টাকা আয় এটা শুনে হয়তো অবাক হচ্ছেন। সবচেয়ে মজার বিষয় হল, মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে আপনার খুব বেশি অভিজ্ঞতা এবং দক্ষতা/জ্ঞানের প্রয়োজন নেই। তাছাড়াও এক পয়সাও বিনিয়োগ করার দরকার নেই।
মোবাইল দিয়ে মাসে ২০ হাজার টাকা আয় |
অনলাইন থেকে প্রতি মাসে ২০ হাজার টাকা আয় করতে পারবেন ঘরে বসে। অনেকে অনলাইনে টাকা ইনকাম করতে চাইলেও একটি ল্যাপটপ কিনার সামর্থ না থাকায় তারা মোবাইল দিয়ে টাকা ইনকাম করার উপায় জানতে চায়। আজকের পোস্টে অনলাইন ইনকাম মোবাইল দিয়ে (mobile diye taka income) ১০ টি বিশ্বস্ত উপায় শেয়ার করবো।
পড়ুন - টিকটক রেফার করে আয়
অনলাইন ইনকাম মোবাইল দিয়ে মাসে ২০ হাজার টাকা আয় করার উপায়
বর্তমানে যে কেউ গ্রামে অবস্থান করে সহজেই তার মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে পারে। আপনার যা দরকার তা হল একটি ভাল ইন্টারনেট সংযোগ এবং মোবাইল। পড়ুন মোবাইল গরম হওয়ার কারন । আমাদের দেশে অনেকেই আছেন যারা দিনে ৪-৫ ঘন্টা কাজ করে মোবাইল দিয়ে লাখ টাকা ইনকাম করছেন।
মোবাইল থেকে টাকা আয় করা সহজ। আপনি যদি কম সময়ে বেশি অর্থ উপার্জন করতে চান তবে আপনাকে কিছুটা সময় দিতে হবে। যদিও আপনি অনলাইন থেকে আয় করার অনেক উপায় খুঁজে পাবেন, তবে সঠিক উপায় খুঁজে বের করা কিছুটা কঠিন।
মোবাইল দিয়ে অনলাইন থেকে আয় করার উপায়ঃ
- [message]
- অনলাইন থেকে মোবাইল দিয়ে আয়
- অনলাইনে অনেক এপ বা ওয়েবসাইট আছে যে গুলো কিছুদিন যাওয়ার পর Scam করে। এখানে আমরা আপনাকে আয় করার বিশস্ত উপায় বলব যেগুলো আপনাকে লাইফটাইম আয়ের সুযোগ করে দিবে। মোবাইল দিয়ে মাসে ২০ হাজার টাকা থেকে লাখ টাকা আয় করতে পারবেন সারাজীবন।
১। YouTube থেকে আয়ঃ
সাম্প্রতিক বছরগুলিতে ভিডিও কন্টেন্ট তৈরি করে আয় করা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমান সময়ে মানুষ বেশিরভাগ সময় ভিডিও দেখতে পছন্দ করে। এমন পরিস্থিতিতে ভিডিও কনটেন্টের মাধ্যমেও অনেকে মোটা টাকা আয় করছেন। আপনার যদি মোবাইল থাকে তাহলে আপনিও ঘরে বসে ভিডিও বানিয়ে ভালো টাকা ইনকাম করতে পারবেন।
ভিডিও তৈরি করা ঘরে বসে অর্থ উপার্জনের একটি ভাল উপায় হতে পারে। ইউটিউব ভিডিওর জন্য সেরা প্ল্যাটফর্ম। বর্তমানে অনেকেই মোবাইল থেকে ইউটিউব ভিডিও তৈরি করে লাখ লাখ টাকা আয় করছেন।
ইউটিউব হল মোবাইল থেকে অর্থ উপার্জনের প্রথম উপায়। আপনাকে যা করতে হবে তা হল আপনার নিজের ইউটিউব চ্যানেল তৈরি করুন। এরপর প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে। যখন আপনার চ্যানেলে ১০০০ সাবস্ক্রাইবার এবং ৪০০০ ঘন্টা ওয়াচটাইম থাকবে তখন আপনি টাকা আয় করতে সক্ষম হবেন।
২। ফেসবুক থেকে ইনকামঃ
ফেসবুক আজ একটি খুব জনপ্রিয় স্যোসাল মিডিয়া প্লাটফর্ম। যেখানে আপনি ভিডিও, ফটো ইত্যাদি দেখতে এবং শেয়ার করতে পারেন। কিন্তু আপনি কি জানেন যে ফেসবুক থেকেও টাকা আয় করা যায়? হ্যাঁ, আজকে অনেকেই আছেন যারা ফেসবুক থেকে লাখ লাখ টাকা আয় করছেন।
আপনি ইউটিউবের মতো ফেসবুকে ভিডিও আপলোড করেও অর্থ উপার্জন করতে পারেন তবে এর জন্য আপনাকে প্রথমে নিজের একটি ফেসবুক পেজ তৈরি করতে হবে। পেজটি তৈরি করার পর আপনাকে গুগল প্লে স্টোর থেকে ফেসবুক স্টুডিও অ্যাপ ডাউনলোড করতে হবে। এর পরে আপনাকে ফেসবুক স্টুডিও অ্যাপ থেকে প্রতিদিন ২ থেকে ৩ টি ভিডিও আপলোড করতে হবে।
যখন আপনার ফেসবুক পেজে ১০ হাজার লাইক বা ফলোয়ার থাকে, তখন আপনি ফেসবুক বিজ্ঞাপন স্থাপন করে মোবাইল দিয়ে অনলাইন থেকে আয় করতে পারেন। এছাড়াও, আপনি এফিলিয়েট মার্কেটিং, প্রচার ইত্যাদির মাধ্যমে ফেসবুক থেকে মাসে ২০ হাজার টাকার বেশি আয় করতে পারেন।
৩। ব্লগিং করে আয়ঃ
ব্লগিংও আজকাল খুব আলোচিত। ভিডিও বানাতে ভালো না লাগলে লিখতে পারেন। ব্লগিং হল একমাত্র উপায় যেখানে আপনি লিখে অর্থ উপার্জন করতে পারেন। মোবাইল থেকে ব্লগিং করার জন্য দক্ষতা থাকা প্রয়োজন। একটি ব্লগ সাইট থেকে আপনি খুব সহজে মাসে ২০ হাজার টাকা আয় করতে পারবেন।
কোন বিষয়ে ভালো জ্ঞান থাকলে লিখতে পারেন। ব্লগিং থেকে আয় করতে হলে আপনাকে একটি ব্লগ তৈরি করতে হবে। একটি ব্লগ শুরু করার জন্য আপনাকে ডোমেইন-হোস্টিং, থিম কিনতে হতে পারে। কিন্তু আপনি Blogger দিয়ে কোনো টাকা খরচ না করেই একটি ব্লগ শুরু করতে পারেন।
যখন আপনার ব্লগে ভালো ট্রাফিক আসতে শুরু করে তখন আপনি গুগল অ্যাডসেন্সের জন্য আবেদন করতে পারেন। এছাড়াও আপনি একটি ব্লগের মাধ্যমে একটি পণ্য বিক্রি করে অর্থ উপার্জন করতে পারেন। এটি মোবাইল দিয়ে ইনকাম করার সহজ উপায়।
৪। মাইক্রোজব সাইট থেকে মোবাইল দিয়ে আয়ঃ
মোবাইল দিয়ে ছোট ছোট কাজ করে অনলাইন থেকে ইনকাম করার খুবই সহজ একটি উপায় হলো মাইক্রোজব ফ্রিলেন্সিং। মাইক্রো জব মানে হলো অল্প সময়ে কাজ করা। যেমন, ইউটিউব সাবস্ক্রাইব, ইউটিউব ভিডিওতে ভিউ, ফেসবুক পেইজ লাইক ও ফলো, ফেসুবক পেইজ ইনভাইট। ফেসবুক গু্রফে যুক্ত হওয়া, বার্থডে উইশ, ওয়েবসাইট ভিজিট, বিজ্ঞাপনে ক্লিক, এপ রিভিউ ইত্যাদির মতো ছোট ছোট কাজ করে অনলাইন থেকে আয় করা।
বাংলাদেশের সেরা মাইক্রোজব ফ্রিলেন্সিং সাইট হলো ইজবওয়ার্ক। সেখানে আপনি হাজারও ছোট ছোট কাজ পাবেন। এর জন্য কোন ট্রেনিং বা অভিজ্ঞতার প্রয়োজন হবে না। এই সাইটটি থেকে মাসে ২০ হাজার টাকা আয় করা সম্ভব।
মাইক্রোজব সাইটে কাজ করা আয় করার জন্য - EjobWork রেজিস্টেশন করুন।
বাংলাদেশের ফ্রিলেন্সারদের জন্য ইজবওয়ার্ক এ রয়েছে অনেক সুবিধা। এখান থেকে ৫০ টাকা হলেই মোবাইল রিচার্জ, ১ ডলার হলে বিকাশ, নগদ, ক্রিপ্টোকারেন্সিতে টাকা তুলা যায়।
৫। ছবি বিক্রি করে মোবাইল দিয়ে মাসে ইনকাম ২০ হাজার টাকা
আপনি যদি ফটোগ্রাফির শৌখিন হন তবে আপনি অনলাইনে ছবি বিক্রি করে টাকা আয় করতে পারেন। হ্যাঁ, আপনি আপনার ছবি বিক্রি করে ভাল টাকা আয় করতে পারেন। ছবি বিক্রি করে ইনকাম করার জন্য আপনাকে কোন ক্লাইন্ট বা বায়ার খুঁজতে হবে না। মার্কেটপ্লেসে ছবি গুলো আপলোড করে রাখলেই আপনার লাইফটাইম পেসিভ ইনকাম হতে থাকবে।
ছবি বিক্রি থেকে আয় নির্ভর করবে ছবির সংখ্যার ওপর এবং ছবির মানের উপর। সাইটে যত বেশি ছবি আপলোড করা হবে, বিক্রি হওয়ার সম্ভাবনা তত বেশি। একই সাথে আপনার উপার্জনের সম্ভাবনাও বৃদ্ধি পাবে।
জনপ্রিয় ছবি বিক্রির ৫ টি মার্কেটিপ্লেস -
- Shutterstock.Com
- GettyImages.Com
- iStockPhoto.Com
- Fotolia.Com
- Dreamstime.Com
উপরের ৫টি ছবি বিক্রির ওয়েবসাইটের মধ্যে যেকোন একটি ওয়েবাসাইটে একটি ফ্রি একাউন্ট তৈরি করে প্রোফাইল এপ্রুভ করিয়ে নিবেন। এপ্রুভ করানোর জন্য অবশ্যই ভালোমানের ছবি আপলোড করতে হবে। প্রতিদিন ২-১০ টি ছবি আপলোড দিন। আপনার ছবি গুলো যত ডাউনলোড হবে তত ইনকাম হবে।
আরও পড়ুন -
আশা করি, (মোবাইল দিয়ে মাসে ২০ হাজার টাকা আয় করার উপায়) পোস্টটি পড়ে জানতে পেরেছেন কিভাবে মোবাইল দিয়ে অনলাইন থেকে ইনকাম করা যায়। Mobile diye taka income। এখন অনলাইন থেকে মাসে ২০ হাজার টাকা ইনকাম করা আপনার খুব বেশি কঠিন হবে না।