রবি ইন্টারনেট অফার ২০২৪

আপনি কি রবি ইন্টারনেট অফার ২০২৪ জানতে এখানে এসেছেন? তাহলে আপনি একদম সঠিক পৃষ্টায় এসেছেন। নতুন বছরে রবি গ্রাহকদের জন্য রয়েছে ধামাকা অফার। 2024 সালে Robi internet offer নিয়ে আজকের বিস্তারিত পোস্টটি সাজানো হয়েছে।
রবি ইন্টারনেট অফার
রবি ইন্টারনেট অফার

বাংলাদেশের দ্বতীয় বৃহত্তম মোবাইল সিম অপারেটর হলো কোম্পানি রবি। রবি তাদের তাদের গ্রাহকদের সবসময় এসএমএস এর মাধ্যমে অফারগুলো জানিয়ে থাকে। রবি ইন্টারনেট অফার কোড ডায়াল করে খুব সহজে অফারগুলো ব্যবহার করা যায়।


রবি সিমের সকল ইন্টারনেট অফার

রবি সিম ব্যবহারকারীরা অল্প টাকায় অনেক ভালো অফার পেয়ে থাকে। তাই রবি সিম ব্যবহারকারীদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। যেভাবে রবি গ্রাহক সংখ্যা বড়ছে তেমনি করে তাদের অফারগুলোও দিন দিন বেড়ে চলেছে। এবার চলুন দেখে আসি নতুন বছরের রবি ইন্টারনেট অফার ২০২৪ঃ

ক্রমিক নংরবি ইন্টারনেট অফারকোড
১ জিবি ২৩ টাকা, মেয়াদ ৩ দিন*৪#
১ জিবি ৪১ টাকা, মেয়াদ ৩ দিন*১২৩*৪১#
১ জিবি ৪৮ টাকা, মেয়াদ ৪ দিন*১২৩*৪৮#
১ জিবি ৯৮ টাকা, মেয়াদ ৭ দিন*১২৩*০৯৮#
২ জিবি ৫৪ টাকা, মেয়াদ ৩ দিন*৪#
৪ জিবি ১০৮ টাকা, মেয়াদ ৭ দিন*১২৩*০১০৮#
৭ জিবি ১৪৮ টাকা, মেয়াদ ৭ দিন*৪#
১০ জিবি ১৯৯ টাকা, মেয়াদ ৭ দিন*১২৩*০১৯৯#
১ জিবি ১২৮ টাকা, মেয়াদ ২৮ দিন*১২৩*১২৮#
১০১.৫ জিবি ১০১ টাকা, মেয়াদ ৩ দিন*১২৩*১০১#
১১১০ জিবি ৫০১ টাকা, মেয়াদ ৩০ দিন*১২৩*৫০১#
১২১৫ জিবি ৩৯৯ টাকা, মেয়াদ ৩০ দিন*১২৩*৩৯৯#
১৩৪০ জিবি ৪৪৯ টাকা, মেয়াদ ৩০ দিন*১২৩*৪৪৯#
আরও কিছু - এয়ারটেল নতুন সিম অফার

রবি রিচার্জ ইন্টারনেট অফার

  • রবি ৪৫৯ টাকা রিচার্জে ২২ জিবি ও ৬০০ মিনিট, মেয়াদ ১৫ দিন।
  • রবি ৬৯৮ টাকা রিচার্জে ৫০ জিবি ইন্টারনেট, মেয়াদ ৩০ দিন।
  • রবি ৫৪৯ টাকা রিচার্জে ৪০ জিবি ইন্টারনেট মেয়াদ ৩০ দিন।
  • রবি ৩০৯ টাকা রিচার্জে ৩৫ জিবি ইন্টারনেট, মেয়াদ ১৫ দিন।
  • রবি ২০৯ টাকা রিচার্জে ১৫ জিবি ইন্টারনেট, মেয়াদ ১৫ দিন।
  • রবি ১৬৪ টাকা রিচার্জে ১৫ জিবি ইন্টারনেট, মেয়াদ ৭ দিন।
  • রবি ৩১৯ টাকা রিচার্জে ১০ জিবি ইন্টারনেট ৩৬৫ দিন।
  • রবি ১৪৮ টাকা রিচার্জে ৯ জিবি ইন্টারনেট, মেয়াদ ৭ দিন।
  • রবি ১৩১ টাকা রিচার্জে ৬ জিবি ইন্টারনেট, মেয়াদ ৭ দিন।
  • রবি ২৯৭ টাকা রিচার্জে ৬ জিবি মেয়াদ ৩০ দিন।
  • রবি ৮৯ টাকা রিচার্জে ৬ জিবি, মেয়াদ ৩ দিন।
  • রবি ৩২ টাকা রিচার্জে ১ জিবি, মেয়াদ ৩ দিন।
  • রবি ৫৭ টাকা রিচার্জে ৩ জিবি (২ জিবি + ১ জিবি ৪.৫ জি)
  • রবি ১ জিবি ফেসবুক এমবি ৩৪ টাকা রিচার্জে।

রবি ইন্টারনেট অফার ১ জিবি ১৭ টাকা

রবি ১৭ টাকায় ১ জিবি অফারটি সকল গ্রাহকদের জন্য প্রযোজ্য নয়। তাই প্রথমে আপনাকে পরীক্ষা করতে হবে আপনি এই অফারটি পাবেন কিনা। এই অফারটি আপনার জন্য প্রযোজ্য কিনা তা দেখতে *999# ডায়াল করুন।
  • রবি ১ জিবি ইন্টারনেট ১৭ টাকা
  • এখন ঠিক এই অফারটি কিনতে 17 টাকা রিচার্জ করুন। (এই অফারের জন্য যোগ্য হওয়ার পরে)
  • ইন্টারনেট ব্যবহারের সময় ৭ দিন।
  • ইন্টারনেট ব্যালেন্স চেক কোড *৩#

রবি ৩৮ টাকায় ২ জিবি কোড

রবি সিমে মাত্র ৩৮ টাকায় পাবেন ২ জিবি ইন্টারনেট, মেয়াদ ২ দিন। এই অফারটি নিতে রিচার্জ করুন ৩৮ টাকা অথবা ডায়াল * ১২৩*০৩৮#।

রবি সিমে ৩৮ টাকায় ২ জিবি শুধুমাত্র রবি প্রিপেইড গ্রাহকরা কিনতে পারবে এবং ইউ.এস.এস.ডি কোড ডায়াল করে প্রিপেইড এবং পোস্টপেইড উভয়ে গ্রাহকরা কিনতে পারবে।

রবি ইন্টারনেট অফার মাসিকঃ

রবিতে মাত্র ৪৯৯ টাকায় পাবেন ১৪ জিবি ৩৫০ মিনিট, মেয়াদ ৩০ দিন। অফার পেতে ডায়াল *১২৩*৪৯৯#।

রবি নতুন ইন্টারনেট অফারঃ

  • ৮০ জিবি (বোনাস সহ) ৭৯৮ টাকা, মেয়াদ ৩০ দিন - ডায়াল *4*798#
  • ৫০ জিবি ১০০০ মিনিট ৯৪৯ টাকা ১৫ দিন।
  • ৫০ জিবি ১০০০ মিনিট ৯৯৮ টাকা ৩০ দিন।
  • ৫০ জিবি ৪৬৯ টাকা ১৫ দিন।
  • ৫০ জিবি ৬৯৮ টাকা, ৩০ দিন।
  • ৪৫ জিবি ৫৯৮ টাকা, ৩০ দিন।
  • ৪০ জিবি + ৭০০ মিনিট ৮৯৯ টাকা, মেয়াদ ৩০ দিন।
  • ৪০ জিবি + ৭০০ মিনিট ৭৬৯ টাকা, মেয়াদ ১৫ দিন।
  • ৪০ জিবি + ৭০০ মিনিট ৫৫৯ টাকা, মেয়াদ ১৫ দিন।
  • ৪০ জিবি + ৬০০ মিনিট ৭৯৯ টাকা, মেয়াদ ৩০ দিন।
  • ৩৫ জিবি ৫৪৯ টাকা, মেয়াদ ১৫ দিন।
রবি গ্রাহকরা My Robi এপ ব্যবহার করে তারা তাদের সিমের সকল অফার চেক ও কিনতে পারবেন।

রবি ১ জিবি ফ্রি ইন্টারনেট অফারঃ

My Robi এপটি রেফার করলে পাবেন ১ জিবি ফ্রি ইন্টারনেট। প্রতি রেফারে আপনি ১ জিবি ফ্রি ডেটা পাবেন। আপনি যতখুশি তত রেফার করতে পারবেন।

আরও কিছু সিমের অফার
আশা করি, রবি ইন্টারনেট অফার ২০২৪ পোস্ট থেকে রবি সিমের সকল অফারের কোড পেয়েছেন। তবে সকল রবি সিমে এই অফারগুলো প্রযোজ্য নাও হতে পারে।
Previous Post Next Post