আসসালামু আলাইকুম, ২১ শে ফেব্রুয়ারি কবিতা । 21 february kobita পোস্টে স্বাগতম। আজ 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ২১ শে ফেব্রুয়ারি নিয়ে ছোট কবিতা। একুশের কবিতা আবৃত্তি, একুশে ফেব্রুয়ারি কবিতা সংকলন নিয়ে আজকের এই পোস্টটি সাজানো হয়েছে।
২১ শে ফেব্রুয়ারি কবিতা |
২১শে ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। এটি দিনে ছাত্র ও সমাজের সর্বস্তরের মানুষ তাদের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেওয়ার দাবিতে রাস্তায় নেমেছিল। আন্দোলনের ফলে বাঙালি জনগণের একটি উল্লেখযোগ্য বিজয় হয় এবং দিনটি এখন সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। সারা বাংলাদেশের কবিরা, সেইসাথে বিশ্বের অন্যান্য অঞ্চলের কবিরা বাংলা ভাষার প্রশংসায় শ্লোক লিখেছেন এবং সাহসী আত্মা যারা এটিকে স্বীকৃতি দেওয়ার জন্য লড়াই করেছিলেন।
মহান মাতৃভাষা দিবস উপলক্ষে দেশের বিভিন্ন সাংস্কৃতিক প্রাঙ্গনে ২১ শে ফেব্রুয়ারি কবিতা আবৃত্তি অনুষ্ঠান হয়ে থাকে। তাছাড়া ২১ শে ফেব্রুয়ারি ছবি ও পিকচার দিয়ে ফেসবুকে স্ট্যাটাস শেয়ার করা হয়। তাই এখানে কিছু একুশের কবিতা ২০২৩ প্রকাশ করা হয়েছে।
21 শে ফেব্রুয়ারি কবিতা
21শে ফেব্রুয়ারী সম্পর্কে সবচেয়ে বিখ্যাত কবিতাগুলির মধ্যে একটি হল আব্দুল গাফফার চৌধুরী রচিত "আমার ভাইয়ের রক্তে রাঙানো"। কবিতাটি বাংলা ভাষার জন্য জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি একটি চলমান শ্রদ্ধা। "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী" 21 february kobita শুরুর লাইনগুলি বাঙালি জনগণের জন্য একটি মিছিলকারী আর্তনাদ হয়ে উঠেছে, তাদের ভাষা এবং পরিচয়ের জন্য তাদের ত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়েছে।
বাংলা একুশের কবিতা । একুশের সেরা কবিতা সমূহ
একুশে ফেব্রুয়ারি কবিতা
ফেব্রুয়ারির একুশ
- জাকির হোসেন শ্যামল
--------------------------
একুশ তারিখ আগমনটার
রাত যে দীর্ঘ রয়
এক কিশোরের চোখের পাতায়
কবে যে সকাল হয়।
রাস্তার পাশে কলমি ফুল যে
এনেছে কিশোর কুঁড়ে
কৃষ্ণচূড়া যে রক্ত প্রতীক
দু'গুচ্ছ হাত জুড়ে।
ভোরবেলা যবে র্যালি যেই হবে
আমজনতার সনে
পুষ্প ছড়াব শহীদ মিনারে
ভিষাদেরগীত মনে।
মায়ের ভাষাটা রক্ষার তরে
প্রতিবাদে ছেলে মরে
তাদের স্মরণে অশ্রু যে আসে
বঙ্গমা কাঁদে ঘরে।
বঙ্গ জনতা প্রার্থনা করে
র্যালি শেষে হাত তুলে
শহীদের তরে চাই যে স্বর্গ
প্রভুর রহম কোলে।
আরও দেখুন -বিজয় দিবস কবিতা
একুশের কবিতা
ভালোবাসার বাংলা ভাষা
- মুহা্ম্মাদ কিবরিয়া বাদল
----------------------------
মাতৃভাষা মায়ের ভাষা-
মাতৃ মুখের বোল,
মায়ের হাসি ভালোবাসি-
দুই গালে দুই টোল।
আল্লাহর দান বাংলা ভাষা-
মিষ্টি মধুর, বড়ো খাসা,
হৃদমাঝারে ঢেউ খেলে যায়-
গভীর ভালোবাসা।
আল্লাহর দান বাংলা ভাষা-
ভাব প্রকাশে পুরে আশা,
গুঞ্জরণে, আনমনে যার-
ভালোবাসায় ঠাসা।
ভালোবাসার বাংলা ভাষা-
মিটায় মনের ভাবের তৃষা,,
প্রাণচঞ্চল খোশমেজাজে-
হাওয়ায় ওড়া বোল-ভাসা!
মন জুড়ানো মিষ্টি মধুর-
ভরা পেটে তুলে ঢেকুর,
তৃপ্তি নিয়ে উদ্দামতায়-
হাওয়ায় বাজে নুপুর!
আল্লাহ্'র দান এই নিয়ামাহ্-
সযতনে লালন করি,
বিকৃতি নয় প্রমিত ধারায়-
এসো,শুদ্ধে চর্চা গড়ি।
ও আমার বাংলা ভাষা-
আল্লাহর দান এই নিয়ামাহ্,
কৃতজ্ঞতায় আয়রে বলি-
বলি ওরে, সুব্হা্নাল্লাহ্।।
ছোটদের জন্য একুশের কবিতা
একুশ আমার
- আসাদ বিন হাফিজ
-------------------------
একুশ আমার পলাশ শিমুল
কৃষ্ণচুড়ার ফুল
একুশ আমার শহীদ ভাইয়ের
রক্ত নদীর কূল।
একুশ আমার প্রতিবাদের
বজ্রকঠিন ভাষা
একুশ আমার বেঁচে থাকার
পল্লবিত আশা।
একুশ হলো দুঃশাসনকে
রুখে দেয়ার দিন
একুশ হলো রক্তমাখা
স্মৃতি অমলিন।
একুশে কবিতা ছড়া
ফেব্রুয়ারির একুশ
- শচীন্দ্র নাথ গাইন
-----------
নামে লোকের ঢল
মিছিল নিয়ে এগিয়ে তারা
দেখায় সাহস-বল।
স্লোগানমুখর সেদিন ঢাকা
সামনে চলার ঝোঁক
গুলির আদেশ দিয়ে রাঙায়
শাসক খুনি চোখ।
বাংলা আমার প্রিয় ভাষা
মায়ের হাসি মুখ
রাখতে গিয়ে তাকে ভাইয়ের
ঝাঁঝরা হলো বুক।
স্রোতের ধারায় রক্ত গড়ায়
পিচঢালা পথ লাল
বায়ান্ন তাই সর্বনাশা
দুঃখ-ব্যথার সাল।
অত্যাচারীর দুঃশাসনের
কাঁপলো শেষে ভিত
মেনে নিলো ভাষার দাবি
হয় বাঙালির জিত।
আরও পড়ুন - ২১ শে ফেব্রুয়ারি পোস্টার ডিজাইন
২১ শে ফেব্রুয়ারির কবিতা । 21 শে ফেব্রুয়ারি কবিতা
অমর একুশের কবিতা
-সৈকত মাহমুদ
--------------
ফাগুনের আগুনঝরা বাহান্ন সালে-
পলাশ রাঙা একুশের এক মহাফাল্গুনে,
আমার মাকে ‘মা’ বলে ডাকবো বলে,
প্রাণদিলো যারা অকাতরে শ্রদ্ধা জানাই,
অকুতোভয় সকল ভাষা শহীদের তরে।
দুঃখিনী বাংলা আমার বর্ণমালা তুমি
আমার গর্ব আ-আ- ক-খ- গ-ঘ-ঙ-
রেখেছি তোমারে মননে নিভৃত যতনে,
আমারো হৃদয়ের গহীন কোটরে আমরি,
বাংলা ভাষা অ-আ বর্নমালা তোমারে।
রাষ্ট্র ভাষা বাংলা চাই এই দাবীতে-
বাহান্নতে প্রান দিলো ঢাকার রাজপথে,
শহীদ হলেন বাংলা মায়ের সূর্যসন্তান-
আমার ভাই সালাম,বরকত, রফিক-জাব্বার
শহীদ হলেন তাঁরা বাহান্নতে-বাংলা ভাষার তরে।
সেই থেকে একুশ এলে সারা বাংলায় মাঝ রাতে,
নগ্ন পায়ে প্রভাত ফেরির শোক মিছিলে ফুলহাতে,
এগিয়ে যায় শ্রদ্ধাভরে সারা বাংলায় শহীদ মিনারে
মিশে সেথায় হাজার মিছিল ফুলেল জনস্রোতে।
হাজার ফুলের শোক মিছিলে-বিছিয়ে আছে যেথা
চেতনার ফুল শহীদ বেদীর পাদদেশে,,,,,,,,,
সারা বাংলার প্রভাত ফেরির হাজার ফুলে ফুলে
মিশে এসে জনস্রোতে কেন্দ্রীয় শহীদ মিনারে-
আজিকার প্রভাত ফেরির এই শোক মিছিলে।
একুশ,আমার ভাইয়ের রক্তে রাঙানো বীরগাঁথা
লুকিয়ে আছে যেথা ভাষা শহীদের স্মৃতি কথা-
চেতনায় গড়া,রক্তের দামে কেনা শহীদ মিনারে,
আমরি বাংলাভাষা-ঘুমিয়ে আছে স্মৃতির মিনারে,
ভাষাশহীদের বিজয় গাঁথা -স্মৃতিকথা অমর একুশে।
২১ শে কবিতা
মাতৃ ভাষা
- গৌরাঙ্গ দেব সরদার
-------------
আমার ভাষা আলোর মতো
হৃদয় উপছে পড়ে,,,,,,
সকল আবেগ সকল ব্যথা
সকল খুশির রঙিন ছটা
কোন ভাষাতে ফুটবে এমন
মিষ্টি মধুর সুরে...
চোখ খুলতেই প্রথম যেদিন
মা আমাকে থামায়
কান্না থেকে, আদর করে
সোনা আমার, মানিক ওরে
কোন ভাষাতে,,,,ডেকেছিল
জুড়িয়ে গেলো হৃদয় !
সে তো আমার মায়ের ভাষা
বুকের দুধের সমান,,,,,
কেউ কি তারে কাড়তে পারে
চোখ রাঙিয়ে জুলুম করে
অমর একুশ দেখিয়ে দিলো
বিশ্বকে তার প্রমাণ...
কতো শহীদ রক্ত দিলো
কতো শহীদ প্রাণ,,,,,,,
অমর তাঁদের আত্মত্যাগে
বাংলা ভাষা সবার আগে
সব জাতিকে বুঝিয়ে দিলো
মাতৃভাষার মান।
কিছু গুরুত্বপূর্ণ পোস্ট -
উপসংহারঃ ২১ শে ফেব্রুয়ারি কবিতা । 21 february kobita পাতায় লেখা কবিতাগুলো আপনাদের ভালো লেগেছে। 21শে ফেব্রুয়ারির কবিতাগুলি ভাষার শক্তি এবং সাংস্কৃতিক পরিচয়ের গুরুত্বের প্রমাণ। তারা মানব চেতনা এবং তাদের অধিকারের জন্য দাঁড়ানোর জন্য মানুষের ইচ্ছার উদযাপন। এই কবিতাগুলি বাঙালির প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে এবং সর্বদা তাদের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে।