প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইচএসসি রেজাল্ট 2023 দেখার নিয়ম পোস্টে তোমাদের স্বাগতম। hsc result। আমরা আশা করি, তোমাদের এইচএসসি পরীক্ষা অনেক ভালো হয়েছে। নিশ্চই তোমরা এখন অপেক্ষায় আছো এইচএসসি রেজাল্ট ২০২৩ কবে প্রকাশিত হবে এবং কিভাবে এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ দেখবে।
তুমি যদি ২০২৩ সালে এইচএসসি পরীক্ষা দিয়ে থাকো তাহলে এই পোস্টটি তোমার জন্য। ২০২৩ সালের এইচএসসি ও তার সমমান পরীক্ষা শুরু হয়েছিল ১৭ আগস্ট ২০২৩ তারিখে এবং পরীক্ষা শেষ হয়েছিল ২৫ সেপ্টেম্বের ২০২৩ তারিখে। এইচএসসি রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাব্য তারিখ ২৬ নভেম্বর ২০২৩।
এইচএসসি রেজাল্ট ২০২৩ সকল শিক্ষা বোর্ড ২৬ নভেম্বর ২০২৩ তারিখে প্রকাশিত হবে। ঐ দিন সকালে শিক্ষমন্ত্রীর নেত্রিত্যে দেশের সব শিক্ষা বোর্ডের চ্যায়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রকরা প্রধানমন্ত্রীর হাতে সারসংক্ষেপ তুলে দিবেন। এইচএসসি পরীক্ষার রেজাল্ট মার্কশীটসহ দেখার জন্য নিচের নিয়ম অনুসরণ কর।
এইচএসসি রেজাল্ট 2023
এইচ এস সি ও তার সমমানের পরীক্ষার রেজাল্ট আগামী ২৬ নভেম্বর পাবলিশ করা হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার। দুপুর ১১ টায় শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট এবং মোবাইল এসএমএর এর মাধ্যমে রেজাল্ট বের করা যাবে।
এইচএসসি পরীক্ষার রেজাল্ট | এইচএসসি পরীক্ষার তথ্য |
---|---|
পরীক্ষার নাম | এইচএসসি (HSC) |
পরীক্ষা শুরুর তারিখ | ১৭ আগস্ট ২০২৩ |
পরীক্ষার শেষ তারিখ | ২৫ সেপ্টেম্বের ২০২৩ |
মোট পরীক্ষার্থীর সংখ্যা | ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন |
রেজাল্ট প্রকাশের তারিখ | সম্ভাব্য ২৬ নভেম্বর ২০২৩ |
আরও দেখো - আলিম পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম
এইচএসসি রেজাল্ট ২০২৩ দেখার নিয়ম
এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ প্রকাশিত হওয়ার সাথে সাথে শিক্ষা বোর্ডের ওফিসিয়াল ওয়েবসাইট এবং মোবাইল এসএমএস এর মাধ্যমে HSC result 2023 দেখতে পারবে। নিচে বিস্তারিত আলোচনা করা হলো -
ওয়েবসাইটের মাধ্যমে এইচএসসি রেজাল্ট ২০২৩ দেখার নিয়ম
ওয়েবসাইটের মাধ্যমে এইচএসসি রেজাল্ট ২০২৩ দেখার জন্য তোমাকে eboardresults.com বা educationboardresults.gov.bd ওয়েবসাইটে যেতে হবে। মার্কশীটসহ এইচ এসসি রেজাল্ট ২০২৩ দেখতে নিচের ধাপগুলো অনুসরণ করঃ
১। প্রথমে তোমাকে ভিজিট করতে হবে - eboardresults.com/v2/home
২। তারপর ইন্ডিভিজুয়াল রেজাল্ট সিলেক্ট করতে হবে।
৩। তুমি কোন বোর্ডের পরীক্ষার্থী তা নির্বাচন কর।
৪। এবার তোমার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার যথাযথভাবে পূরণ করো।
৫। তারপর ক্যাপচা সঠিকভাবে সমাধান করো।
৬। সবশেষে সাবমিট বাটনে ক্লিক করলেই তোমার এইচএসসি রেজাল্ট ২০২৩ দেখতে পারবেন।
এইচএসসি রেজাল্ট প্রকাশিত হওয়ার দিন অনেক মানুষ একসাথে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যাওয়ার কারনে ওয়েবসাইট গুলোর সার্ভার ডাউন হয়ে যেতে পারে। তুমি এর বিকল্প হিসাবে রেজাল্ট এসএমএস এর মাধ্যমে দেখতে পারো।
এইচএসসি রেজাল্ট ২০২৩ এসএমএস এর মাধ্যমে দেখার নিয়ম
এইচএসসি রেজাল্ট ২০২৩ এসএমএস এর মাধ্যমে দেখার জন্য HSC <স্পেস> Board <স্পেস> Roll <স্পেস> 2023 লিখে ১৬২২২ নাম্বারে পাঠাতে হবে। এই পদ্ধতিতে তোমরা সকল মোবাইল অপারেটর থেকে মার্কশীট সহ রেজাল্ট দেখতে পারবে।
উদাঃ HSC DHA 93989504 2023 টাইপ করে পাঠিয়ে দাও 16222 নাম্বারে।
তোমাদের গুরুত্বপূর্ণ সময় বাঁচাতে, আমরা এখানে বাংলাদেশের সকল শিক্ষা বোর্ড এর সর্ট কোড সাজিয়েছিঃ
- ঢাকা বোর্ড এইচএসসি রেজাল্ট = DHA
- ময়মনসিংহ বোর্ড এইচএসসি রেজাল্ট = MYM
- বরিশাল বোর্ড এইচএসসি রেজাল্ট = BAR
- সিলেট বোর্ড এইচএসসি রেজাল্ট = SYL
- কুমিল্লা বোর্ড এইচএসসি রেজাল্ট = COM
- দিনাজপুর বোর্ড এইচএসসি রেজাল্ট = DIN
- যশোর বোর্ড এইচএসসি রেজাল্ট = JES
- চট্টগ্রাম বোর্ড এইচএসসি রেজাল্ট = CHI
- রাজশাহী বোর্ড এইচএসসি রেজাল্ট = RAJ
- মাদ্রাসা বোর্ড এইচএসসি রেজাল্ট = MAD
- টেকনিক্যাল বোর্ড এইচএসসি রেজাল্ট = TEC
আরও পড় - এইচ এস সি রেজাল্ট বের করার নিয়ম
আমরা আশা করি, এইচএসসি রেজাল্ট 2023 দেখার নিয়ম পোস্ট থেকে তোমাদের এইচ এস সি রেজাল্ট ২০২৩ মার্কশীট সহ দেখতে পেরেছো। তোমাদের মধ্যে যদি কেউ রেজাল্ট বের করতে না পারো তাহলে আমাদের ফেসবুক পেইজে তোমার রোল নম্বর, রেজিস্টেশন নম্বর ও বোর্ডের নাম দিয়ে মেসেজ করতে পারো। আমারা তোমাদের রেজাল্ট মার্কশীটসহ ডাউনলোড করে দিবো।
প্রশ্ন ১ঃ এইচএসসি রেজাল্ট ২০২৩ কবে প্রকাশিত হবে?
উত্তরঃ এইচএসসি রেজাল্ট ২০২৩ প্রকাশিত হবে ২৬ নভেম্বর দুপুর ১১ টায়।
প্রশ্ন ২ঃ মোবাইল দিয়ে কি আমার এইচএসসি রেজাল্ট বের করতে পারবো?
উত্তরঃ হ্যা, অবশ্যই বের করতে পারবে। মোবাইল দিয়ে ঘরে বসে ওয়েবসাইটের মাধ্যমে ও এসএমএস এর মাধ্যমে তোমার এইচএসসি রেজাল্ট বের করতে পারবে।
প্রশ্ন ৩ঃ এবছর HSC পরীক্ষায় কতজন শিক্ষার্থী অংশগ্রহন করেছে?
উত্তরঃ এবছর HSC পরীক্ষায় ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী অংশগ্রহন করেছে। এর মধ্যে ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ জন ছাত্র এবং ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন ছাত্রী।
আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ
ট্যাগঃ এইচ এস সি রেজাল্ট ২০২৩ দেখার নিয়ম। এইচএসসি ফলাফল ২০২৩, hsc রেজাল্ট ২০২৩, এইচএসসি রেজাল্ট ২ ০ ২ ৩ । HSC RESULT, এইচ এস সি রেজাল্ট বিডি। h s c result, HSC পরীক্ষার ফলাফল ২০২৩, মার্কশীটসহ রেজাল্ট এইচএসসি।