১০+ ঈদুল ফিতরের কবিতা ও ছড়া

ঈদুল ফিতরের কবিতা ও ছড়া
ঈদুল ফিতরের কবিতা ও ছড়া

আসসালামু আলাইকুম, “১০+ ঈদুল ফিতরের কবিতা ও ছড়া” পোস্টে স্বাগতম। ঈদ-উল-ফিতর সারা বিশ্বের মুসলমানদের দ্বারা উদযাপন করা একটি আনন্দের উপলক্ষ। এটি পবিত্র রমজান মাসের সমাপ্তি চিহ্নিত করে। ঈদুল ফিতর হলো পরিবার এবং বন্ধুদের একত্রিত হওয়ার এবং তাদের মাসব্যাপী ত্যাগের সমাপ্তি উদযাপন করার একটি সময়। এই উপলক্ষ্যে লোকেরা তাদের আনন্দ প্রকাশ করার জন্য একে অপরকে ঈদুল ফিতরের শুভেচ্ছা কবিতা ও ঈদ ছড়া বিনিময় করা হয়।

মুসলমানরা তাদের বন্ধু, পরিবার এবং প্রিয়জনকে আনন্দ এবং সুখ ছড়িয়ে দেওয়ার উপায় হিসাবে এই অগ্রিম ঈদের শুভেচ্ছা বার্তা, স্ট্যাটাস, ছন্দ পাঠায়। এই শুভেচ্ছাগুলি প্রায়শই উপহার এবং মিষ্টির সাথে থাকে, যা ভালবাসা এবং সম্মানের প্রতীক হিসাবে Eid ul fitr kobita বিনিময় করা হয়।

ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা প্রকাশের একটি জনপ্রিয় উপায় হলো ঈদুল ফিতরের কবিতা ও ছড়া। তারা অনুষ্ঠানে সৃজনশীলতা এবং কমনীয়তার একটি স্পর্শ যোগ করে। ঈদের নিয়ে কবিতা এবং ছড়াগুলি আরও কাঠামোগত এবং শৈল্পিক পদ্ধতিতে আবেগ প্রকাশ করার একটি উপায়। এগুলি প্রায়ই সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি করা হয়, যা শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য একইভাবে বিনোদনের উৎস।

ঈদুল ফিতর নিয়ে কবিতা

ঈদুল ফিতর কবিতা এবং ছড়াগুলি সাধারণত সংক্ষিপ্ত এবং মিষ্টি। একটি ছন্দময় প্রবাহের সাথে যা তাদের মুখস্ত করা এবং আবৃত্তি করা সহজ করে তোলে। এখানে আমরা ১০ টি ঈদুল ফিতর কবিতা প্রকাশ করেছি -

ঈদুল ফিতর কবিতা । ঈদুল ফিতরের শুভেচ্ছা কবিতা

ঈদ
- মামুন আশ্রাফ
--------------------
ঈদ মানে হলো খুশির বার্তা
খোদার আরশ থেকে।
তাইতো সবাই হৃদয়ে নিয়েছে
ঈদের চাঁদকে এঁকে।
জমিনে আজ লুটিয়ে পড়ে
আসমানী খুশির ধারা।
তাই কিরে আজ চাঁদ হাসে
সাথে হাসে তারা।
একটি মাসের সিয়াম ছিলো
সেতো খোদারি রাহে।
তাইতো খোদার বার্তা খুশির
মোরা যাবো ঈদগাহে।
চাঁদের হাসি বলছে উঠে
আজকে খুশির ঈদ।
তাই কিরে গাইছে সবাই
শুধু শান্তির গীত।
দুর আকাশের বাঁকা চাঁদে
মুক্তা যেন ফুটে।
ঈদের চাঁদে ঝরছে তব খুশি
নাও গো সবাই লুটে।
ঈদ সেতো ছড়িয়ে দেয়
সুখ শান্তির বানী।
ধনী-গরিব হয় একাকার
ভুলে দুঃখ গ্লানি।
ছড়িয়ে পড়ুক খুশির জোয়ার
ঈদের বাঁকা চাঁদে।
রাখতে হবে সবার খেয়াল
কেউনা যেন কাঁদে।

ঈদুল ফিতরের কবিতা

ঈদের খুশি
- কাকলী আক্তার
------------------
দূর আকাশে ভেঁসে উঠেছে ঈদের চাঁদ
খুশির জোয়ার বইছে ঘরে ঘরে আজ,
বছর বছর আসে নতুন আলো
ঈদ আনন্দে তাই মন মাতালো।
ঈদের আনন্দ ঘরে ঘরে আজ
বুনছে কতো খুশির সাজ,
ঈদ আনন্দে মেতেছে সকল প্রাণ
মুসলিমদের বাড়ছে মনের টান।
এক মাস সিয়াম সাধন শেষে
ঈদ আসে মুসলমানদের কাছে,
আনন্দ উল্লাসে মাতোয়ারা সব
মুসলিমদের এই ঈদ উৎসব।
ঈদের খুশি উঠলো জেগে
বিশ্ব মুসলিম সবার মাঝে,
বুকে বুক মিলাবে-বাড়বে মনের টান
খুশি আনন্দে মাতাবে তাদের প্রাণ।
থাকবেনা আর ধনী গরিব ভেদাভেদ
সবাই মিলাবে তাদের কাঁধে কাঁধ,
সব ভেদাভেদ আজ চলো ভুলি
ঈদের নামাজ একসাথে পড়ি।

ঈদ উল ফিতর কবিতা সমগ্র

ঈদের দিন
-খন্দকার সাজিদ মাহমুদ
-------------------
চাঁদ দেখেছে বর্ষা ধারা
রৌদ্র কুসুম বাগে।
নদীর কুলে ঢেউয়ে,ঢেউয়ে
উল্লাসের চর জাগে;
ঈদের কার্ডের আমন্ত্রণে
বুড়ো,জোয়ান সাজে!
এদিক ওদিক ঘুরে বেড়ায়
নতুন জামাই লাজে!
রুপ কুমারী যাচ্ছে চলে
রাঙা শাড়ির ভাজে!
ঈদ আনন্দ স্বপ্ন ছেড়ে,
শ্রমিক ছুটে কাজে।
এমনি করে বছর,বছর
ঈদ যে মনে ভাসে।
নিত্য এসে অনায়াসে
দুঃখ মনে হাসে।

ঈদুল ফিতর কবিতা বাংলা

উপায় কি যে হবে
- রফিক মাহমুদ
-------------------
সরকার বলে থাকতে ঘরে
বউ যে বলে বাহিরে,
রোজা শেষে আসছে যে ঈদ
নতুন শাড়ী চাহিরে।
কি করে যে আনব কিনে
নাই পকেটে টাকা,
হায় করোনা আর করোনা
যেতে হবে ঢাকা।
তা না হলে বাপের বাড়ি
বউ চলে যে যাবে,
নতুন শাড়ী সেমাই চিনি
সেখানে তে পাবে।
তা ভেবে তো ঘুরছে মাথা
উপায় কি যে হবে,
বউয়ের মতো রান্না তখন
আমার করতে হবে।

ঈদ ছড়া । ঈদ মোবারক ছড়া

কবিতার পাশাপাশি ঈদুল ফিতরের ছড়াগুলোও শিশুদের কাছে জনপ্রিয়, যারা গান গেয়ে আনন্দ পায়। আপনি যদি আপনার প্রিয়জনকে ছন্দের মাধ্যমে শুভেচ্ছা জানাতে চান তাহলে ঈদ মোবারক এসএমএস / মেসেজ / ছন্দ উপহার দিতে পারেন।

ঈদুল ফিতর
- মোঃ ইব্রাহিম মিয়া
------------------
সিয়াম সাধনার ত্যাগের মাসে
রমজানের ঐ রোজার শেষে
খুশির তারা চাঁদ হয়ে
উঠল দেখ গগন কোণে
রং লেগেছে মোমেন প্রাণে
খুশির হাসি হাসো প্রাণ ভরে
আজ ঈদুল ফিতর এল সবার ঘরে ।
ধনি গরিব সকল শ্রেণি
এক মাঠেতে হব সামিল
জাতি গোত্র মিত্র ভেবে
সবাই যাব ঈদগাহেতে
উঁচু নিচু এক সাথে
পড়ব সালাত ঈদগাহেতে
হিংসা নিন্দা সব ভুলে
কাঁদব মোরা প্রভুর তরে
মানবতার মুক্তি যেন মিলে এই ধরাতে । 
রোজার শেষে চাঁদ হাসে
দেখ ঐ আকাশে
আতশবাজি রঙের খেলা
মুসলমানদের প্রাণে আজ আনন্দের দূলা
কাঁধে হাত কাঁধ রেখে
হাটব সবাই এক সারিতে
দ্বন্দ্ব সংঘাত সব অপবাদ
ঈদগাহেতে হবে বর্বাদ । 
বুকে ধরে কোলাকুলি
গাইব সবাই সাম্যের বাণী
সর্বহারা নিস্ব যারা
ঘুচিয়ে দিব তাদের চোখের দুঃখের তারা
বিশ্বের যত মুসলমান
মুছে ফেল রাগ, দুঃখ আর অভিমান
ঈদুল ফিতরের এই একাত্ত্বতায়
গড়ব মোরা এক মহান মানবতা ।

ঈদুল ফিতর ছড়া

কেউ কাঁদে কেউ হাসে
- নুরুল হক রনি
-------------------
কেউ কাঁদে কেউ হাসে
তবু ঈদ আসে।
কাল সারারাত গরুটা কেঁদেছে
এখনো তার চোখে জল...
তবু আজ আমাদের ঈদ,
খুশির নূপুরে নেচে ওঠে
ঝকঝকে ইস্পাতে আগুন।
কী নির্মম পরিহাস!
তোমাদের হৃদয়ে আজ তুফান
চোখে জল .... হলাহল
আর মানুষের খুশির ফাগুন,,,,,

আপনার প্রিয়জনকে শুভেচ্ছা জানাতে কিছু বার্তাঃ

আশা করি, ১০+ ঈদুল ফিতরের কবিতা ও ছড়া (Eid ul fitr kobita) গুলো আপনাদের ভালো লেগেছে। ঈদুল ফিতর কবিতা এবং ছড়াগুলি পরিবার, বন্ধুবান্ধব এবং প্রিয়জনদের প্রতি ভালবাসা এবং স্নেহ প্রকাশ করার একটি সুন্দর উপায়। ঈদ উৎসব প্রেম, ভ্রাতৃত্ব এবং সহানুভূতির বার্তাকে ধারণ করে। এটি একটি কবিতা বা একটি ছড়ার মাধ্যমেই হোক না কেন, ঈদুল ফিতরের শুভেচ্ছা এই বিশেষ অনুষ্ঠানে আনন্দ ছড়িয়ে দেওয়ার একটি দুর্দান্ত উপায়।

Previous Post Next Post