ঈদ নিয়ে কবিতা |
আসসালামু আলাইকুম, “ঈদ নিয়ে কবিতা । ঈদের কবিতা | Eider kobita” পোস্টে স্বাগতম। ঈদ সারা বিশ্বের মুসলমানদের দ্বারা উদযাপিত একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এটি আনন্দ, সুখ এবং আশীর্বাদের একটি সময় এবং মুসলমানদের জন্য সবচেয়ে প্রতীক্ষিত উপলক্ষগুলির মধ্যে একটি। ঈদের আনন্দ-উচ্ছ্বাস প্রকাশের অন্যতম সুন্দর উপায় ঈদ কবিতা মাধ্যমে। ঈদের কবিতা গুলো শতাব্দীর পর শতাব্দী ধরে মুসলিম সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ, যা আজও মানুষকে অনুপ্রাণিত ও মুগ্ধ করে চলেছে।
ঈদের কবিতা ঈদ উদযাপনের একটি অপরিহার্য অংশ। ইতিমধ্যে অগ্রিম ঈদের শুভেচ্ছা বার্তা, স্ট্যাটাস, ছন্দ, ছবি ও পিকচার দ্বারা শুভেচ্ছা জানানো শুরু হয়ে গেছে। লোকেরা একে অপরকে ঈদ শুভেচ্ছা, উপহার এবং মিষ্টি খাবারের সাথে শুভেচ্ছা জানায়। এই শুভেচ্ছা প্রকাশের অন্যতম একটি জনপ্রিয় উপায় হলো কবিতার মাধ্যমে।
ঈদের কবিতা সাধারণত বাংলা, আরবি, উর্দু এবং ইংরেজি সহ বিভিন্ন ভাষায় লেখা হয়। ঈদের কবিতা এই ধর্মীয় উৎসবের সৌন্দর্য ও তাৎপর্যকে কাব্যিক আকারে প্রকাশ করার একটি উপায়।
ঈদ মোবারক কবিতা
ঈদের কবিতা শুধু সাহিত্যের রূপ নয়, তারা মানুষকে একত্রিত করার একটি উপায়ও। ঈদ উদযাপনের সময়, লোকেরা একসাথে এই কবিতাগুলি আবৃত্তি করে, গান গায় এবং একে অপরের প্রতি তাদের ভালবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করে। এখানে আমরা কিছু ঈদ মোবারক ছন্দ ও কবিতা সংগ্রহ করেছি।
ঈদ কবিতা
- শিহাব ইকবাল
ঈদ হোক সুস্থতা,
নিরাপদ থাকা ;
ঈদ হোক নম্রতা
অন্তরে রাখা।
ঈদ হোক সকলের
এক হয়ে থাকা ;
ঈদ হোক স্বদেশের
মান ধরে রাখা।
ঈদ হোক দুর্নীতি,
সন্ত্রাসে বাধা ;
ঈদ হোক সম্প্রীতি
উদ্ধারে মেধা।
ঈদ হোক ভুলে যাওয়া
ঘৃণা-প্রতিশোধ ;
ঈদ হোক ফিরে পাওয়া
জাতীয়তাবোধ।
ঈদ হোক অসহায়
মানুষের হাসি ;
ঈদ হোক অবেলায়
'একসাথে আছি'।
প্রবাসীদের নিয়ে ঈদ কবিতা
ঈদ নিয়ে কবিতা
**ঈদ মোবারক**
- মোঃ ইব্রাহিম মিয়া
--------------------
বিশ্বজোড়ে মুসলিম বাসি
হাসে আজ আন্দের উৎশ্বাসের হাসি
নৃত্যের তালে ধরার জলে
খুশির কথা কলকলে
আসমানের চাঁদ মৃদু হেলে
মুচকি হেসে আজ বলে
রমযানের রোজার পরে
ঈদুল ফিতর এল ঘরে
ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।
দূর আকাশে বাতাশ ভেসে
কে যে আজ উল্লাসে হাসে
পশুপাখি তরুলতা
কানে কানে পৌছায় শুধু খুশির বর্তা,
ধনি গরিব উচু নিচু
থাকবেনা আজ ভেদাভেদ কিছু
আমির বাদশা এতিম কাঙ্গাল
সবাই এক সালাতে হবে বহাল
ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।
হিংসা বিদ্বেষ সব ভূলে
বাধ ভাঙা খুশির ঝড়ে
কাঁধ রেখে কাঁধে কাঁধে
দ্বন্দ্ব সংঘাত সব অপবাদ
ভূলে গিয়ে হব মিত্র ভাব
ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।
ফিরনি পায়েস মিষ্টি খাব
রং বেরঙের পোশাক পড়ব
হাতে হাতে কুলাকুলি
মুখের ভাষায় মাম্যের বুলি,
অনাথ মুখের চোখের জল
মুছিয়ে দেব আমরা সকলগন
অটুট রেখে সবার হাসি
ভাগ করে নেব ঈদের খুশি
ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।
ঈদ মোবারক কবিতা
**ঈদ আনন্দ**
- লেখক শেখ তামিম
---------------
ইচ্ছে করে অনেক কিছু
পারিনা তো বলতে
বাড়িতে যাই বন্ধু তোর বাড়ি
পারবো না যেতে।
ঈদ মানে আনন্দ
সবার সঙ্গে দেখা
ঈদ মানে মনের মধ্যে
রঙিন ছবি আঁকা।
মিষ্টি খাব সকালবেলা
নামাজ ঈদগায়ে
বন্ধুদের সঙ্গে আলিঙ্গন
আড্ডাময় স্থানে।
অবস্থা আমার যে রকমই হোক
বন্ধু তোর বাড়ি
দাওয়াত দিবি আসবে চলে
করবো না তো দেরি।
সারাদিন ঈদের আনন্দ
খাব ভালো-মন্দ
ইচ্ছে ডানা উরবে এবার
ঈদের জামা সুন্দর সবার।
ঈদ আনন্দ কবিতা । ঈদের খুশির কবিতা
**ঈদের আমেজ**
- জান্নাতুল ফেরদৌস
-----------------------
ঈদ মানে হাসি আর ঈদ মানে খুশি
ঈদ মানে গরিব- ধনী সবাই পাশাপাশি,
ঈদ মানে আকাশের ওই বাঁকা চাঁদের হাসি
ঈদ মানে ছোটদের'ই নতুন জামার খুশি।
ঈদ মানে সবাই মিলে ঘুরতে যাওয়ার ভীড়
ঈদ মানে ঘরে ঘরে পোলাও,মিষ্টি,ক্ষীর ।
ঈদ মানে অনেকদিন পর সবার দেখা পাওয়া
ঈদ মানে সবাই মিলে এক ই সাথে খাওয়া।
ঈদুল ফিতরের কবিতা
**ঈদ**
- আরিবা
দেখতে দেখতে দিন কেটে গে
ত্রিশ রমজান হলো পার
নতুন করে বছর ঘুরে
খুশির দিন এলো আবার
ঈদ মোবারক ঈদ মোবারক
ঈদ মোবারক ঈদ
আকাশে ওঠেছে দেখ খুশির ঐ চাঁদ
মিলনের বার্তা দিয়ে ভেঙ্গেছে বাধ
ধনী গরীবের আজ নেই ভেদাভেদ
মিলেছে একসাথে নেই হিংসা-বিদ্বেষ
উৎসবে মেতেছে আজ চারদিক
ঈদ মোবারক ঈদ মোবারক
ঈদ মোবারক ঈদ
আজকে খুশির বাঁধ ভেঙেছে ঢল
নেমেছে ধরাতে
সাওমের ব্রত নিয়ে সুখ নিয়েছি
ত্রিশ রোজাতে
সেই সাওমের পথতিদান একটি
বিশেষ দিন করেছি দান
এই দিনের তরে সবকিছু ভুলে
মিলেমিশে হও একাকার
এইতো খোদার আহ্বান
এসেছে ঈদ এসেছে ঈদ খুশি নয়
তো কারো একার
ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি
এই ঈদ আমাদের সবার
ঈদ মোবারক ঈদ মোবারক
ঈদ মোবারক ঈদ
ঈদ মোবারক ঈদ মোবারক
ঈদ মোবারক ঈদ
ঈদুল আজহা ঈদের কবিতা
**কোরবানি ঈদ**
- মাহমুদ নাঈম
-------------
ঈদ এসেছে ভাই, ঈদ এসেছে
পশু উঠেছে হাটে
পশু যবে, হবে যে ভাই
কোরবানি ঈদে।
পিতা ইব্রাহীম প্রভুর হুকুমে
ছুরি চালিয়েছে তনয় টুঁটি
প্রভুর আদেশে দুম্বা এলো
পুত্রের যে হলো ছুটি।
কোরবানি গোস্ত গরিবের হক
ফ্রিজে রেখেছো কেন?
সবার মাঝে ঈদের স্বর
আনন্দ বয়ে এসে যেন।
কোরবানি গোস্ত,স্বাদ মস্ত
আহার করিবো মিলেমিশে
ধনী-গরীব ভুলে গিয়ে
বিলিয়ে দেবো সবার মাঝে।
আশা করি, ঈদ নিয়ে কবিতা । ঈদের কবিতা | Eider kobita গুলো ভালো লেগেছে। ঈদের কবিতা এই বিশেষ উপলক্ষে মুসলমানদের আনন্দ প্রকাশের একটি সুন্দর উপায়। তারা ঈদের সারমর্মকে ধরে রাখে এবং আমাদের কৃতজ্ঞতা, সম্প্রদায় এবং ঐক্যের গুরুত্বের কথা মনে করিয়ে দেয়। সেগুলি বিখ্যাত কবি বা নিত্যদিনের মানুষের লেখা যাই হোক না কেন, ঈদের কবিতাগুলি তাদের সৌন্দর্য এবং গভীরতা দিয়ে আমাদের অনুপ্রাণিত ও বিমোহিত করে চলেছে।