আজ নতুন বছর শুরু হতে যাচ্ছে পুরোনো সব স্মৃতি মুছে। ২০২৩ সাল আমাদের ছেড়ে চলে যাচ্ছে, আসতে যাচ্ছে নতুন বছর ২০২৪ সাল। দীর্ঘ ১২ মাস অর্থাৎ ৩৬৫ দিন শেষে নতুন বছর শুরু হয়। তাই সকলের ২০২৪ সাল ভালো কাটুক। হাসিমুখে ২০২৩ সাল বিদায় জানিয়ে নতুন বছর ২০২৪ শুরু করুন উৎসাহের সাথে। তাই আপনার প্রিয়জনকে Happy New Year এর শুভেচ্ছা জানিয়ে হ্যাপি নিউ ইয়ার স্ট্যাটাস, মেসেজ ও ছন্দ পাঠাতে পারেন।
হ্যাপি নিউ ইয়ার শুভেচ্ছা ২০২৪
বর্তমানে যুগে মোবাইলে মেসেজ বা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নতুন বছরের শুভেচ্ছা জানানোর এক বিশেষ রীতি রয়েছে। আপনি যদি আপনার প্রিয়জনকে Happy New Year 2024 শুভেচ্ছা জানাতে চান, তাহলে এখান থেকে কপি করে শুভেচ্ছা বার্তা পাঠাতে পারেন।
১। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আল্লাহ সবাইকে নতুন বছর সুন্দর ভাবে সাজানোর তৌফিক দান করুক। 😍
২। নতুন বছর সবার জন্য নিয়ে আসুক নতুন করে শুরু করার অনুপ্রেরণা। কর্মে, কীর্তিতে সবার জীবনে ছড়িয়ে যাক শুভ বার্তা। নতুন বছরের শুভেচ্ছা।
৩। 🌸 নতুন বছর শুরু হোক, নতুন করে মনের ভিতর আসুক সজীবতা ইচ্ছে গুলো ফুটন্ত ফুলের মতো বিকশিত হোক। ❤️ সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। 💐
৪। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে এই বছর থেকে বিদায়। বছরটা আলহামদুলিল্লাহ ভালো ছিল। বেশ কিছু নতুন পরিকল্পনা বাস্তবায়নের ইচ্ছায় শুরু হবে নতুন বছরটা মহান আল্লাহ যেন সেগুলোর পূর্ণতা দান করেন। অজান্তে কাউকে কষ্ট দিয়ে থাকলে ক্ষমাপ্রার্থনা করছি ।সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন ।
৫। নতুন বছর ২০২৪ সালের যাত্রা পথ শুরু হোক আমাদের সকলের তাই নতুন বছরে অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল সবাইকে তাই আবারো ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সবাইকে,,,,,, সবশেষে দোয়া করি সকলে ভালো থাকবেন 👏
৬। তুন বছরের আগমন মানেই নতুন আশা, নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনার। বিগত বছরের সকল সুখ-দুঃখ, আনন্দ-বেদনা পেছনে ফেলে নতুন বছরে নতুন কিছু করার ও এগিয়ে যাওয়ার প্রত্যয় কার না থাকে?নতুন বছরে নতুন প্রত্যয়, নতুন করে উদ্যম, নতুনকরে সফলতার আশায় পথচলা জীবনের সুখ, সমৃদ্ধি ও শান্তি বজায় থাকুক❤️আপনাকে ও আপনার পরিবারকে জানাই নতুন বছরের শুভেচ্ছা🌺
৭। নতুন বছরের নতুন পাতায় লিখবো নতুন স্বপ্ন, নতুন আশা। নতুন বছর আমার জীবনকে আরও সুখী, সমৃদ্ধ এবং সাফল্যমণ্ডিত করে তুলুক। আসুন বিগত বছরের সব দুঃখ, কষ্ট, ব্যর্থতা ভুলে নতুন বছরকে স্বাগত জানান। নতুন বছর আমাদের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি এবং সমস্ত ইচ্ছা পূরণের অফুরন্ত সম্ভাবনা।
৮। Happy New Year 2024 সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা!
৯। বিদায়ের ঘণ্টা বাজতে চলেছে ২০২৩ এর। নতুন বছর কড়া নাড়ছে দরজায়। একে একে ১২টি মাস শেষ হয়ে যাচ্ছে। অনেক প্রাপ্তি আর অপ্রাপ্তির হিসাব জমা হয়েছে খাতায়। দেয়ালে ঠাঁই পাবে নতুন ক্যালেন্ডার, বদলে যাবে তারিখ লেখার সংখ্যা। বিদায় মানে মন খারাপ আবার নতুন বছর মানে নতুন কোনো সম্ভাবনার হাতছানিও। নতুন বছরের শুভেচ্ছা 2024🎈
১০। ২০২৪ সালের প্রতিটা দিন যেনো ভালো কাটে, আর প্রতিটা দিন যেনো তোমার পাশে থাকতে পারি। নতুন বছরের শুভেচ্ছা।
আরও কিছু নিবন্ধ - হেপি নিউ ইয়ার স্ট্যাটাস ও পিকচার