আমাদের দেশে একুশে ফেব্রুয়ারি ব্যানার বা পোস্টার দিয়ে শুভেচ্ছা জানানোর এক বিশেষ রীতি রয়েছে। তাই এখানে আমরা কিছু ২১ শে ফেব্রুয়ারি পোস্টার ডিজাইন প্রকাশ করেছি।
বাংলাদেশের ইতিহাসে এক চেতনাদীপ্ত অনন্য অধ্যায় ২১ শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগের কথা স্মরণ করে প্রতিবছর একুশে ফেব্রুয়ারি, ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। এমনকি ফেসবুকে ২১ শে ফেব্রুয়ারির পোস্টার দিয়ে অন্যদের শুভেচ্ছা জানানো হয়।
আপনার ছবি দিয়ে যদি সুন্দর একটি 21 শে ফেব্রুয়ারি পোস্টার বা ব্যানার ডিজািইন করতে চান, তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন।
২১ শে ফেব্রুয়ারির পোস্টার ডিজাইন
নিচে ২টি ২১ শে ফেব্রুয়ারি পোস্টার plp ফাইল শেয়ার করা হয়েছে। এগুলো PixelLab অ্যাপের মাধ্যমে আপনার মনের মতো করে এডিট করতে পারবেন।
২১ শে ফেব্রুয়ারি পোস্টার ডিজাইন |
২১ শে ফেব্রুয়ারি পোস্টার ডিজাইন - PLP ফাইল ডাউনলোড
21 ফেব্রুয়ারি ব্যানার ডিজাইন
২১ শে ফেব্রুয়ারি ব্যানার |
21 February Banner |
কিভাবে ২১ শে ফেব্রুয়ারি পোস্টার ডিজাইন করবো?
মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইন করার জন্য PixelLab একটি শক্তিশালী এবং খুবই জনপ্রিয় একটি টুল। এর মূল বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি হল PLP ফাইল ইমপোর্ট করে সুন্দর ডিজাইন তৈরি করা। নিচে পোস্টার ডিজাইন করার নিয়ম সংক্ষেপে বলা হয়েছে।
- আপনার মোবাইলে PixelLab ইনস্টল করা আছে তা নিশ্চিত করুন। না থাকলে প্লে স্টোর থেকে ইনস্টল করে নিবেন।
- PixelLab অ্যাপের ভিতর PLP ফাইলটি ইমপোর্ট করুন। আপনি হয়তো অন্য কারো কাছ থেকে ফাইলটি পেয়েছেন বা উপরের ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করেছেন।
- আপনার একটি ছবি www.remove.bg ওয়েবসাইটের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিন।
- সেই ব্যাকগ্রাউন্ড রিমুভকৃত আপনার ছবিটি এবং আপনার নাম পোস্টারে বসালেই সুন্দর একটি পোস্টার তৈরি হয়ে যাবে।