শতাব্দীর পর শতাব্দী ধরে মানব সংস্কৃতিতে ধাঁধা একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। প্রাচীন সভ্যতা থেকে শুরু করে আধুনিক সমাজ পর্যন্ত, ধাঁধা বিনোদন ও শিক্ষা এমনকি জ্ঞানীয় দক্ষতা তীক্ষ্ণ করতে ব্যাপক ব্যবহৃত হয়। বর্তমানে হাসির ধাঁধা উত্তর সহ বেশি জনপ্রিয় হয়ে উঠেছে।
হাসির ধাঁধা ও বুদ্ধির ধাঁধা আপনার মস্তিষ্ককে শক্তিশালী করতে এবং আপনার মুখে হাসি ফোটাতে সহায়তা করবে। বন্ধু কিংবা পরিবারের সাথে আড্ডায় মজার আসর জমাতে, হাসির ধাঁধা ব্যতীত আর কিছুই ভালো হতেই পারে না। এখানে আমরা ৩০ টি হাসির ধাঁধা উত্তর সহ, বুদ্ধির ধাঁধা প্রশ্ন ও উত্তর প্রকাশ করেছি।
আপনি এটিও দেখতে পারেন - ১০০+ মজার ধাঁধা উত্তর সহ
হাসির ধাঁধা উত্তর সহ, মজার ধাধা
১। ধাঁধা প্রশ্নঃ সকালে জন্মলাভ বিকেলে মরন, সে না থাকলে সর্বজীবের জীবন বিফল?
উত্তরঃ সূর্য।
২। ধাঁধা প্রশ্নঃ কোন ফুলটির নাম উল্টালে ১ টি পাখির নাম হয়ে যায়?
উত্তরঃ জবা।
৩। ধাঁধা প্রশ্নঃ বলেন তো দেখি কোন বাসা ভাড়া দেওয়া যায় না?
উত্তরঃ ভালোবাসা।
৪। ধাঁধা প্রশ্নঃ খোসা আছে বোটা নাই, দিন রাত সবাই খাই?
উত্তরঃ ডিম।
৫। মজার ধাঁধা প্রশ্নঃ ঢো-কে-না, তবুও ঢো-কা-ও, অন্যের মেয়েকে কেনো কাদাও, জানলে উত্তর দাও?
উত্তরঃ চুড়ি।
হাসির ধাঁধা উত্তর সহ ছবি |
৬। ধাঁধা প্রশ্নঃ ঘসা পড়লে মিটে আশা, অন্যতায় পড়ে সব নিরাশা........?
উত্তরঃ ম্যাচ।
৭। রোমান্টিক ধাঁধা প্রশ্নঃ মেয়েদের কোন জায়গা টিপ দিলে ভালো লাগে?
উত্তরঃ কপালে।
৮। ধাঁধা প্রশ্নঃ এমন কোন জিনিস যা মেয়েদের নাই কিন্ত ছেলেদের আছে?
উত্তরঃ দাড়ি মোছ।
৯। ধাঁধা প্রশ্নঃ যাই দিবে তাই খাবে জল দিলে মরে যাবে।
উত্তরঃ চুলা।
১০। হাসির ধাঁধা প্রশ্নঃ দুই ঠ্যাং ছড়াইয়া, মাঝে দিল ভরিয়া আপন কাজ করিয়া, পড়ে দেয় ছাড়িয়া।
উত্তরঃ যাতি দিয়া সুপারি কাটা।
বুদ্ধির ধাঁধা উত্তর সহ
১১। পাখি নই তবুও আছে লেজ মাথা পাখা। উরে উরে যাই তবু যেথা ইচ্ছা সেথা।
উত্তরঃ উড়োজাহাজ।
১২। নাই হাত, নাই পা! তবু তা চলে,,,,,,,,,, অনাহরে মরে মানুষ তার অভাব হলে। বলো তো তা কি?
উত্তরঃ টাকা।
১৩। পানিতে থাকে তাও মাছ নয়,,,,, মাছ বলে তা নগরে বিক্রি হয়।
উত্তরঃ চিংড়ি।
১৪। কোন জল মানুষ চোখে দেয়?
উত্তরঃ কাজল।
১৫। ফস করে রেগে যাই জ্বলি দপ করে, বাক্স এ সারি সারি ঘুমে থাকি পড়ে?
উত্তরঃ দেশলাই।
আরও পড়ুন - জোকস | হাসির জোকস | মজার জোকস
১৬। বাচ্চাদের ধাঁধা প্রশ্নঃ কোন বিলে জল নেই?
উত্তরঃ টেবিলে।
১৭। কোন জিনিসের নাম নিলেই সেটি ভেঙ্গে যায়?
উত্তরঃ নিরবতা।
১৮। কোন জিনিস ১ বার খাইলে পরেরবার আর খাইতে চান না, আপনাকে না জানিয়েই আবার খাওয়ানো হয়।
উত্তরঃ ধোকা।
১৯। কোন ডিম একেবারেই পুষ্টিকর নয়?
উত্তরঃ ঘোড়ার ডিম।
২০। কোন চুড়ি খাওয়া যায়?
উত্তরঃ খিচুড়ি।
কঠিন ধাঁধা উত্তর সহ। জটিল ধাঁধা
২১। ১ থেকে ১০০ এর মাঝে কয়বার ৯ আছে?
উত্তরঃ একবার।
২২। নিজেকে আপনি দেখতে চান। তবে কোন আয়না ব্যবহার না করে, কি ভাবে সম্ভব?
উত্তরঃ মোবাইলে ছবি তুলে।
২৩। কম হলে মজা লাগেনা, বেশি হলে বিষ, শাশুড়ি বলে বৌমা পরিমানমতো করে দিস।
উত্তরঃ লবণ।
২৪। গাছ নেই পাতা আছে, খনি ছাড়া মণি! আকাশ ছাড়াই তারা ফোটে কোথা শুণি।
উত্তরঃ চোখ।
২৫। ইংরেজিতে নতুন বসিয়ে পাশে ওজনে মান, বিখ্যাত ১ জন বিজ্ঞানীকে সেভাবে খুজে পান।
উত্তরঃ নিউটন।
২৬। হাল আমলের কম্পিউটারের জন্মদাতা তিনি, বলো দেখি কোন নামেতে আমরা তাকে চিনি?
উত্তরঃ চার্লস ব্যাবেজ।
২৭। যুক্তি দেওয়া অঙ্ক প্রথার আবিষ্কারক কে?
উত্তরঃ জর্জ বুল্
২৮। কোন সে বাঙ্গালী, খৃষ্টান হলেও সে ইংরেজি কবি, অবশেষে বাংলায় হলো বিখ্যাত এক কবি?
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত।
২৯। ঢেউয়ের উপর ঢেউ.... মাঝখানে আছে বসে কোন লাট ლ সাহেব এর ࿐ বউ?
উত্তরঃ কুচুরিপানা।
৩০। ২ অক্ষরের নাম লজ্জা নিবারণী, ১ম অক্ষর বাদ দিলে হয় আমার জননী, শেষের অক্ষর বাদ দিলে ভাশুর ঘরণী।
উত্তরঃ জামা।
সম্পর্কিত নিবন্ধ - ইসলামিক কুইজ প্রশ্নোত্তর
আশা করি, ৩০ টি হাসির ধাঁধা উত্তর সহ | বুদ্ধির ধাঁধা গুলো আপনাদের ভালো লেগেছে। আরও সুন্দর সুন্দর ধাঁ ধা পেতে Dhadha ক্যাটাগরি দেখুন।